যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় তুর্য দত্ত নামের এক বাংলাদেশি ছাত্র নিহত হয়েছেন। গত শনিবার মিশিগানের ডেট্রয়েট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তুর্য দত্ত ওয়ারেন সিটির বাসিন্দা।
পরিবার জানিয়েছে, গত শনিবার হ্যামট্রাম্যাক সিটির আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন তুর্য ও তার পরিবার। পথে ডেট্রয়েট সড়কে দ্রুতগামী একটি গাড়ি তাদের গাড়িকে আঘাত দেয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তুর্য দত্ত, তার বাবা বিজয় দত্ত ও মা মুন্নী দেব। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক চিকিৎসার পর মুন্নী দেবকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তুর্য দত্তের বাবা বিজয় দত্ত এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তুর্য দত্তের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।