শিনজো আবের স্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
নতুনধারা
  ১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:১৮

জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবে’র সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নৈশভোজে তাদের সঙ্গে ট্রাম্পের স্ত্রী মেলানিয়াও ছিলেন।
স্থানীয় সময় রোববার (১৫ ডিসেম্বর) ফ্লোরিডায় মার-এ-লাগোর বাসভবনে এ আয়োজন করেন ট্রাম্প।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প তার প্রথম মেয়াদের সময় আকিয়ের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময়ে আবের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
মেলানিয়া ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেছেন, আরও একবার মার-এ-লাগোতে মিসেস আকিয়ে আবের সম্মানে এ আয়োজন একটি সৌভাগ্যের বিষয়। আমরা তার প্রয়াত স্বামী ও সাবেক প্রধানমন্ত্রী আবেকে ভালোবাসার সঙ্গে স্মরণ করছি এবং তার অসাধারণ এই উত্তরাধিকারীর সম্মানে এ আয়োজন করেছি।
পোস্টটিতে মেলানিয়া ও তার স্বামীর (ট্রাম্প) মাঝে আকিয়েকে দাঁড়িয়ে থাকা একটি ফটোও রয়েছে। ছবিতে ট্রাম্প তার স্বভাবসুলভ থাম্বস-আপ পোজটি দিয়েছেন।
আকিয়ের স্বামী ২০২২ সালে আততায়ীর হাতে নিহত হন। ২০২২ সালের ৮ জুলাই নারাতে একটি রাজনৈতিক প্রচারণা সমাবেশে বক্তৃতা করার সময় অ্যাবেকে গুলি করে হত্যা করা হয়।
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা’র সঙ্গে ট্রাম্পে বৈঠকের আগেই আকিয়ের আয়োজনে তিনি এ নৈশ্যভোজের আয়োজন করলেন। আকিয়ের কোনো রাজনৈতিক পদ নেই।
একটি ধনী জাপানি পরিবারের কন্যা আকিয়ে ১৯৮৭ সালে শিনজো আবেকে বিয়ে করেন এবং জাপানের প্রধানমন্ত্রী হিসাবে তার মেয়াদকালে প্রথম ২০০৬ থেকে ২০০৭ এবং তারপরে আবার ২০১২ থেকে ২০২০ পর্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন।