প্রবীণদের জন্য ভাড়া হ্রাস করলো এমটিএ। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ এবং প্রতিবন্ধী নিউ ইয়র্কাররা এ সুবিধা পাবেন। এনওয়াইসি-র হ্রাস-ভাড়া পাবলিক ট্রানজিট রাইডারদের এখন ওমনি (ঙগঘণ) -তে অ্যাক্সেস রয়েছে। এজন্য মেট্রো কার্ড থেকে ওমনি কার্ডে স্থানান্তর হলে এ সুবিধা পাওয়া যাবে।
শুক্রবার থেকে এমটিএ কর্তৃপক্ষ প্রবীণদের জন্য ভাড়া হ্রাসের এ সুবিধা ঘোষণা করেন।
এম. টি. এ-র হ্রাস-ভাড়া ও. এম. এন. ওয়াই প্রোগ্রাম এখন এন. ওয়াই. সি-তে প্রবীণদের জন্য উপলব্ধ
এমটিএ’র সি. ই. ও জ্যানো লাইবার নিউইয়র্ক স্টেট এজেন্সির জন্য ট্যাপ-অ্যান্ড-গো পেমেন্ট প্রোগ্রামে হ্রাস-ভাড়া স্থানান্তরকে একটি "বড় মাইলফলক" হিসাবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, “এটা শুধু ঘোষণা নয়। নথিভুক্ত ব্যক্তিরা ইতিমধ্যেই মেইলে কার্ড পাচ্ছেন। যে গ্রাহকরা মেট্রোকার্ড থেকে ওএমএনওয়াই-তে স্যুইচ করেন তারা বর্তমানে এমটিএ বাস, সাবওয়ে, স্ট্যাটেন আইল্যান্ড রেলওয়ে, রুজভেল্ট আইল্যান্ড ট্রাম এবং হাডসন রেল লিঙ্কে প্রাপ্ত একই অর্ধ-মূল্যের ভাড়া পাবেন। আর এ সুবিধাগুলি মেট্রোকার্ডের মতোই। ”
জানা গেছে, রাইডাররা তাদের ভ্রমণের প্রতিটি স্টপে তাদের কার্ডে ট্যাপ করলে বিনামূল্যে স্থানান্তর পেতে থাকবে। বর্তমানে হ্রাস-ভাড়া প্রোগ্রামে আবেদন করতে আগ্রহী গ্রাহকরা কেবল লোয়ার ম্যানহাটনের ৩ স্টোন সেন্ট-এ অবস্থিত এনওয়াইসি ট্রানজিট গ্রাহক পরিষেবা কেন্দ্রে ব্যক্তিগতভাবে আবেদন করতে পারেন।
তবে এমটিএ কর্মকর্তারা বলেছেন, ২০২৫ সালের প্রথম দিকে পাঁচটি বরো জুড়ে অন্যান্য গ্রাহক পরিষেবা কেন্দ্র এবং মোবাইল ভ্যানগুলিতে ব্যক্তিগতভাবে আবেদনের সুযোগ করে দিবেন।