মেয়র অ্যাডামস বললেন

নিউইয়র্কবাসীর জীবনযাত্রার মান উন্নত করবো 

ডেস্ক রিপোর্ট
  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৯

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, তার প্রশাসন নিউইয়র্ক সিটিকে শ্রমজীবী ​মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী মূল্যের সিটিতে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা সিটির পাঁচটি বরো জুড়েই সামঞ্জস্যপূর্ণভাবে আমাদের উন্নয়ন প্রকল্পগুলোকে বাস্তবায়ন করে চলেছি এবং সবসময় মৌলিক দিকগুলোর ওপর গুরুত্ব দিচ্ছি। বর্তমান প্রশাসন চলমান হলিডে সিজনে রাস্তায় গর্ত, সাইডওয়াকে আবর্জনার স্তুপ না হওয়ার দিকগুলোকে প্রাধান্য দিচ্ছি। এছাড়া ম্যানহাটানের ফিফথ এভিনিউকে পুরোপুরি রূপান্তরিত করার ঐতিহাসিক পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। সিটি মেয়র এরিক অ্যাডামস তার সাপ্তাহিক মতামত নিবন্ধে এসব কথা বলেছেন।
মেয়র বলেন, চলতি সপ্তাহে আমরা দ্রুততার সঙ্গে রাস্তায় সৃষ্ট হওয়া গর্ত ভরাট করেছি এবং রাস্তায় যাতে সহজে গর্ত সৃষ্টি না হয় সেজন্য আমরা যে বিনিয়োগ করেছি তা শিগগিরই ফলপ্রসু হবে। তিনি জানান যে সিটির বর্তমান প্রশাসন রাস্তায় ৫০০,০০০ গর্ত ভরাট বা সংস্কার করেছে। আমাদের প্রশাসনের তিন বছরে, ৯০,০০০টি গর্ত সংস্ক্রান্ত অভিযোগ পেয়েছে, যা আগের প্রশাসন তাদের প্রথম তিন বছরে তিন বছরে প্রায় ১৫০,০০০ গর্ত সংক্রান্ত অভিযোগ পেয়েছিল। আমরা আগের চেয়ে দ্রুত ভরাট করেছি।
আমরা চাই যাতে নিউইয়র্কবাসী বারবার একই সমস্যা নিয়ে ফোন কল করে তাদের মূল্যবান সময় ব্যয় না করেন। তিনি আরও বলেন, আমরা প্রতি বছর গড়ে প্রায় ১,২০০ মাইল রাস্তা নতুন করে পাকা করেছি। এরপরও যদি কেউ একটি গর্তও দেখতে পান, তারা যাতে অবিলম্বের ৩১১ এ কল করেন। আমরা যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে আমাদের কর্মীদের পাঠাবো রাস্তা সংস্কার ও গর্ত ভরাট করার জন্য।
মেয়র অ্যাডামস বলেন, সিটিকে আরও বাসযোগ্য, আরও সাশ্রয়ী করা আমাদের প্রতিশ্রুতির অংশ। আমরা স্থির করেছি যে সিটির ৭০ শতাংশ আবর্জনা এখন থেকে রাস্তার পাশে কালো পলিথিন ব্যাগের পরিবর্তে মুখ বন্ধ করা, ঢাকনাযুক্ত বিনে ফেলতে হবে।
আগামী ২ জানুয়ারী থেকে এটা কার্যকর করার লক্ষ্যে আমরা এক থেকে নয়-ইউনিট আবাসিক বিল্ডিংগুলিতে আদেশ জারি করা শুরু করব। এর মধ্যে ওয়ান ফ্যামিলি হাউজ এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিং, সিটি এজেন্সি, উপাসনালয় এবং নট ফর প্রফিট অফিসগুলোও পড়বে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে প্রতিদিন কয়েক মিলিয়ন পাউন্ড আবর্জনা যা আমাদের রাস্তার পাশে পড়ে থাকবে না, ব্যাগগুলো ছিঁড়ে বা ফুটো হয়ে যত্রতত্র আবর্জনা বা দুগর্ন্ধ ছড়াবে না।