অ্যামাজন তার ব্যবসায়িক ইতিহাসে সবচেয়ে বড় ধর্মঘটের মুখোমুখি হতে চলেছে। নিউইয়র্ক সিটির ১০ হাজারের বেশি অ্যামাজন কর্মী তাদের চাকরি ছেড়ে দিয়েছে।অ্যামাজন বলেছে যে, যুক্তরাষ্ট্রের ইউনিয়ন ইতিহাসে, সবচেয়ে বড় ধর্মঘট এটি। তবে এতে কোম্পানীর উপর কোন প্রভাব পড়বেনা বলে দাবী করেন কর্মকর্তারা। মধ্যরাতে, স্টেটেন আইল্যান্ডের জেএফকে এইট ওয়্যারহাউজের সদস্যরা ধর্মঘট ঘোষণা করে, তাতে যোগ দেয় আরো ৫ হাজার ৫০০ কর্মী। এছাড়াও জর্জিয়া, ইলিনয়, সান ফ্রান্সিসকো এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যান্য তিনটি স্থানেও ধর্মঘট চলমান। উচ্চ মজুরি এবং নিরাপদ কাজের পরিবেশের দাবীতে এ আন্দোলন করছে কর্মীরা।