আমেরিকানদের যুক্তরাজ্যে যেতে এখন থেকে ভিসা লাগবে। গত মাস থেকে এমন নিয়ম কার্যকর হয়েছে। এ নিয়ম হওয়ায় যখন ইচ্ছে হুট করে যুক্তরাজ্য ভ্রমণে যেতে পারবেন না। আগে আবেদন করে ভিসা সংগ্রহ করে তখন যেতে পারবেন আমেরিকান নাগরিকরা। এজন্য দুই থেকে তিন সপ্তাহের মতো সময় লাগবে।
সময় হাতে রেখে ভ্রমণ পরিকল্পনার অনুরোধ জানিয়ে নিউইয়র্কস্থ বাংলা ট্রাভেলসের সিইও মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল বলেন, যুক্তরাজ্যের এমন নীতির ফলে এখন সেখানে ভ্রমণ ইচ্ছুক ইউএস সিটিজেনদের ভিসার জন্য আবেদন করতে হবে। নতুন নিয়মে ভ্রমণ ইচ্ছুক ইউএস সিটিজেনদের ভিসার আবেদনের চাপ বেড়েছে। এজন্য সময় লাগবে ২ থেকে ৩ সপ্তাহ। তাই ইউএস সিটিজেনদের ইউকে যেতে হলে এখন থেকে সময় হাতে রেখে ভ্রমণের পরিকল্পনা করতে হবে।