১ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু অ্যামেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট

ডেস্ক রিপোর্ট
  ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭

প্রযুক্তিগত সমস্যা সমাধানের পর অ্যামেরিকান এয়ারলাইন্সের গ্রাউন্ডস্টপ বা উড্ডয়নের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেইশন। এজন্য প্রায় এক ঘণ্টা সেবা বন্ধ থাকায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে অ্যামেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, এ সমস্যার কারণে তাদের খুব বেশি ফ্লাইট বাতিল হয়নি। এদিকে, দেশের বিভিন্ন জায়গায় শীতকালীন আবহাওয়ার প্রভাবে ফ্লাইট বাতিল বা বিলম্ব হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ক্রিসমাস মৌসুমে বিমানবন্দরগুলোতে অপেক্ষা করছে হাজার হাজার ভ্রমণকারী। এর মধ্যেই মঙ্গলবার সকালে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় অ্যামেরিকান এয়ারলাইন্সের। এর জেরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেইশনকে এয়ারলাইন্সটি অনুরোধ জানায় তাদের ওপর ‘গ্রাউন্ডস্টপ’ বা বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা আরোপ করার।
এরপর প্রায় এক ঘণ্টার জন্য সারাদেশে অ্যামেরিকান এয়ারলাইন্সের বিমান ওঠানামা বন্ধ রাখে এফএএ। এ সময় ফ্লাইট বিলম্ব হওয়ায় হতাশা ব্যক্ত করেন বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীরা। বিশ্বের ৬০ দেশে এবং ৩৫০টিরও বেশি গন্তব্যে প্রতিদিন কয়েক হাজারের বেশি হাজার ফ্লাইট পরিচালনা করে অ্যামেরিকান এয়ারলাইন্স। প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে প্রতিষ্ঠানটি গণমাধ্যমে পাঠানো একটি ই-মেইলে জানিয়েছে, ‘ভেন্ডর টেকনোলজি ইস্যু’ এ জন্য দায়ী।
ঘণ্টা খানেক পর সমস্যা সমাধান হলে ‘গ্রাউন্ডস্টপ’ তুলে নেয় এফএএ। এভিয়েশন অ্যানালিটিক্স ফার্ম সিরিয়াম জানিয়েছে, মঙ্গলবার সারাদেশে ৩ হাজার ৩০০টির বেশি ফ্লাইট পরিচালনা করার কথা ছিল অ্যামেরিকান এয়ারলাইন্সের। ডেটা ট্রাকার প্রতিষ্ঠান ‘ফ্লাইট আওয়ার’ জানিয়েছে, মঙ্গলবার সারাদেশে মাত্র ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে। আর বিলম্ব হয়েছে প্রায় এক হাজার ফ্লাইট। ফ্লাইট বিলম্বের অন্যতম কারণ হচ্ছে, বিমানবন্দরে জট এবং নর্থইস্ট অঞ্চলে তীব্র শীতের আবহাওয়া।
এদিকে মিড অ্যাটলান্টিক থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত পুরো অঞ্চলটিতে তীব্র শীতকালীন আবহাওয়ার কারণে কয়েক মিলিয়ন মানুষের ছুটির মৌসুমের ভ্রমণ হুমকিতে পড়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সাউথইস্ট এয়ারলাইন্সের কলম্বাসমুখী একটি বিমান ফিনিক্সে ফিরে এসেছে। মিড ওয়েস্ট এবং নর্থইস্ট অঞ্চলে উইন্টার অ্যাডভাইযরি জারি করার ফলে ভ্রমণে বিলম্ব হতে পারে বলে যাত্রীদের সতর্ক করা হয়েছে।
ক্রিসমাসের আগের সন্ধ্যায় পেনসিলভেনিয়াতে তুষারপাত শুরু হয়েছে। দেশের পশ্চিম উপকূলেও তীব্র শীতকালীন আবহাওয়া বিরাজ করছে। ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের বিষয়ে সার্ফারদের সতর্ক করে দেয়া হয়েছে