যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ভয়াবহ অপরাধীদের জন্য মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ধর্ষক, খুনি এবং নরপিশাচদের কবল থেকে মার্কিনিদের রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে। খবর : রয়টার্সের।
সোমবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা ৪০ বন্দির মধ্যে ৩৭ জনের সাজা কমিয়ে দেওয়ার পর মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বাইডেন তার মেয়াদের শেষ মাসে এসে যাদের সাজা কমিয়েছেন তাদের মধ্যে সহবন্দিদের হত্যার জন্য দোষী সাব্যস্ত নয়জন, ব্যাংক ডাকাতির সময় সংঘটিত খুনের জন্য চারজন এবং একজন কারারক্ষীকে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।
মঙ্গলবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘জো বাইডেন আমাদের দেশের সবচেয়ে ভয়ংকর খুনিদের মধ্যে ৩৭ জনের মৃত্যুদণ্ড কমিয়েছেন। যখন আপনি প্রত্যেকের কাজ শুনবেন, আপনি বিশ্বাস করবেন না যে তিনি এটি করেছেন। এর কোনো অর্থ নেই। নিহতদের আত্মীয় এবং বন্ধুরা এ ঘোষণায় বিধ্বস্ত। তারা বিশ্বাস করতে পারে না… এটি ঘটছে!’
ট্রাম্প আরও বলেন, মার্কিন পরিবার এবং শিশুদের হিংস্র ধর্ষক, খুনি এবং নরপিশাচদের থেকে রক্ষা করার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিচার বিভাগকে নির্দেশ দেবেন তিনি। ‘আমরা আবার আইনশৃঙ্খলার জাতি হব!’— যোগ করেন ট্রাম্প। প্রসঙ্গত, প্রায় ২০ বছর পর নিজের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের পুনরায় মৃত্যুদণ্ড বিধান কার্যকর করা শুরু করেন ট্রাম্প। তবে ২০২১ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে বাইডেন আবারো মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেন।