ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগেই মার্কিন আমদানির ওপর বর্ধিক শুল্কের সম্ভাব্য প্রভাব নিয়ে দেশের শিল্প ম্যানেজাররা চিন্তায় ছিলেন।
মুদ্রাস্ফীতির কারণে রিয়েল এস্টেট খাতে দুশ্চিন্তা সৃষ্টি করেছিল আগেই। এখন শুল্ক বাড়ানোর প্রভাব নিয়ে চিন্তা হওয়ায় শিল্প ম্যানেজাররা বেশ অরক্ষিত হয়ে পড়েছেন বলে মনে হচ্ছে। তবে বোস্টনভিত্তিক ইকুইটি রিসোর্স ইনভেস্টমেন্টসের ম্যানেজিং পার্টনার পল কোয়েলহো বলেন, শুল্কের চেয়েও বড় বাধা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে আসন্ন প্রশাসনের অভিবাসননীতি।
তিনি বলেন ওই নীতি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্রের কর্মী খাতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।
কোয়েলহোর হিসাব অনুযায়ী, মার্কিন শিল্প খাত আগামী দশকে প্রায তিন লাখ চাকরি সৃষ্টি করবে। অর্থাৎ বৃদ্ধি হবে ২৩ শতাংশ। এতে করে নির্মাণ খাতের প্রতিটি চাকরির পেছনে ৫ থেকে ৭টি করে অতিরিক্ত পদ সৃষ্টি করবে।
তিনি বলেন, অথচ এসব পদ পূরণের মতো পর্যাপ্ত লোক যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করছে না।
ফলে শিল্প খাতে শ্রমিকের সঙ্কট সৃষ্টি করতে পারে। বিশেষ করে যদি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হতে থাকে, তবে শিল্পখাতে জটিলতার সৃষ্টি হতে পারে। মনে রাখতে হবে, মার্কিন নির্মাণ শিল্পের প্রায় ৫ ভাগ কর্মীই বৈধ বা অবৈধ অভিবাসী। আর কারখানার চাকরির ভাগ অবৈধ বা বৈধ অভিবাসী। এসব কর্মী না পেলে প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।
তবে অনেকে কোনো না কোনোভাবে সমস্যা কেটে যাওয়ার ব্যাপারেও আশাবাদীও। বিশেষ করে রিয়েল এস্টেট খাত স্থিতিশীল হবে বলেও অনেকে মনে করছেন।