ফিরে দেখা ২০২৪

নিউইয়র্ক সিটিতে পর্যটক এসেছে ৭৯ মিলিয়ন

ডেস্ক রিপোর্ট
  ০২ জানুয়ারি ২০২৫, ১৪:০৮

হোটেল-রেস্টুরেন্ট এবং পর্যটন শিল্প নিউইয়র্ক সিটির অর্থনীতির প্রাণশক্তি। করোনা মহামারী কাটিয়ে উঠার পর পর্যটকেরা আবার সিটিতে ফিরে এসেছে এবং অর্থনীতিতেও চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। ২০২৪ সালে সিটিতে পর্যটক এসেছে ৭৯ মিলিয়ন পর্যটক। ২০২০ সালের মার্চে নিউইয়র্ক সিটিতে করোনা ছড়িয়ে পড়ার আশংকায় লকডাউন ঘোষণা করার পর পর্যটন শিল্পে যে বিপর্যয় নেমে এসেছিল তা কাটিয়ে উঠতে সিটির উপর দিয়ে প্রচন্ড এক ধকল গেছে।
সিটির হাজার হাজার হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। রাস্তা যানবাহনশূন্য হয়ে যাওয়ায় পরিবহন শিল্পেও ধস নামে। কিন্তু মেয়র ্অ্যাডামসের দৃঢ় নেতৃত্বে সিটি সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছে। সিটি মেয়র তার সাপ্তাহিক মতামত নিবন্ধে এসব কথাই বলেছেন। কিন্তু তার প্রশাসন সিটির শ্রমিক-শ্রেণি এবং তাদের পরিবারের জন্য একটি নিরাপদ, আরও সাশ্রয়ী মূল্যের সিটি গড়ে তোলার জন্য কাজ করেছে। সিটি প্রশাসন সিটির বাণিজ্যিক করিডোরগুলোকে পুনরুজ্জীবিত করতে, স্টোরফ্রন্টগুলো চালু করতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কাজ করেছে।
মেয়র এরিক অ্যাডামস বলেছেন, আমাদের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আমরা রেকর্ড পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং ক্ষুদ্র ব্যবসার বিকাশে সহায়তা করেছি। সিটির রাস্তা এবং সাবওয়ে আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, আমাদের পর্যটন শিল্পে গতি ফিরে এসেছে এবং পর্যটক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালে প্রায় ৭৯ মিলিয়ন পর্যটক সিটিতে এসেছে, যা আগের বছরের তুলনায় ৩.৫ শতাংশ বৃদ্ধি।
নিউইয়র্ক সিটি রেস্টুরেন্ট, হোটেল, ক্রীড়া এবং বিনোদনের জন্য বশ্বের রাজধানী হিসেবে খ্যাত। আমরা ২০২৫ সালে পর্যটন খাতে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়ার গতিতে কাজ করে যাচ্ছি। সদ্য সমাপ্ত বছরে সিটি এবং স্টেটজুড়ে জুড়ে পর্যটন খাত থেকে ৭৯ মিলিয়ন ডলার আয় হয়েছে এবং হোটেল রেস্টুরেন্ট খাত ৩ লাখ ৮৮ হাজার কর্মসংস্থান করেছে। পর্যটন খাত থেকে সিটি কর খাতে পেয়েছে ৬.৮ বিলিয়ন ডলার। যার ফলে ২০২৪ সালে নিউইয়র্ক সিটির প্রতিটি পরিবারকে প্রায় ২,০০০ ডলার সাশ্রয় করতে সক্ষম করেছে। আমরা ২০২৬ সালে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফুটবলে নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সির সবচেয়ে বড় মঞ্চে স্বাগত জানাতে অপেক্ষা করছি, যখন আরো অসংখ্য পর্যটক ও ক্রীড়ামোদীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছি।
তিনি বলেন, আমাদের পর্যটন শিল্পের শক্তি আমাদের অর্থনীতির শক্তি এবং অপরাধ হ্রাস ও জীবনমানের উন্নয়নের ইস্যুগুলো গ্রহণ করার সময় শ্রমজীবী নিউইয়র্কবাসীদের জন্য বিনিয়োগ করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাগত রয়েছে। আমরা জানি, জননিরাপত্তা ছাড়া সমৃদ্ধ পর্যটন শিল্প গড়ে উঠতে পারে না। এই কারণে গত বছর আমরা সাবওয়ে অপরাধ মোকাবেলা করার জন্য আমাদের ট্রানজিট সিস্টেমে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি, যাতে নিউইয়র্কবাসী এবং পর্যটকরা নিরাপদই বোধ করতে পারে। এর ফলে ট্রানজিট অপরাধ ৫.৪ শতাংশ কমেছে। ২০২৪ সালে ১ বিলিয়ন যাত্রী সাবওয়েতে ভ্রমণ করেছে।