উবার ও লিফটের কোনো রাইডশেয়ার চালক যদি মনে করে থাকেন যে তাদের পারিশ্রমিক কম দেওয়া হয়েছে, তবে ক্ষতিপূরণ পেতে চাইলে তাদেরকে চলতি মাসের মধ্যেই এ নিয়ে আবেদন করতে হবে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমস এই ঘোষণা দিয়েছেন।
নিউইয়র্ক স্টেট এবং নিউইয়র্ক সিটি আইনের আলোকে ২০২৩ সালের নভেম্বরে জেমস মোট ৩২৮ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করা নিশ্চিত করেছেন। এর মধ্যে উবারের ২৯০ মিলিয়ন ডলার আর লিফটের ৩৮ মিলিয়ন ডলার। জেমসের অফিস কোম্পানি দুটির চালকদের তহবিল আটকে রাখা এবং অসুস্থতাজনিত ছুটির সময়কার ভাতা না দেওয়ায় এই পদক্ষেপ নিয়েছিল।
নতুন যে নির্দেশনা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে যে যেসব চালক মনে করছেন যে তাদের পারিশ্রমিক আটকে দেওয়া হয়েছে, তারা উবারের ক্ষেত্রে ২০১৪ থেকে ২০১৭ সালের জন্য এবং লিফটের ক্ষেত্রে ২০১৫ থেকে ২০৭ সময়কালের ৩১ জানুয়ারি রাত ১১.৫৯ পর্যন্ত আবেদন দাখিল করা যাবে।
সকল রাইডশেয়ার চালককে যত দ্রুত সম্ভব তাদের উপযুক্ততা পরীক্ষা করে অনলাইনে দাবি দাখিল করতে বলা হয়েছে।
জেমস বলেন, রাইডশেয়ার চালকরা নিউ ইয়র্ককে গতিশীল রাখতে সহায়তা করছেন। তারা তাদের কঠোর পরিশ্রমের জন্য পূর্ণ ও ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার উপযুক্ত। তিনি বলেন, ‘উবার ও লিফটের সাথে এই উল্লেখযোগ্য নিষ্পত্তি করতে পেরে এবং চালকদের আয় করা ন্যায্য পাওনা ফিরিয়ে দিতে পেরে আমি গর্বিত।’
তিনি বলেন, ‘আমার অফিস সবসময় নিউইয়র্কের শ্রমিকদের পাওনা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’