নিউইয়র্কে এবার প্রাপ্তবয়স্করা পাবেন ২৫০ ডলারের রিবেট চেক। বিষয়টি আশ্চর্যজনক হলেও সত্য। নিউইয়র্ক স্টেট কম্পট্রলারের অফিসে ক্লেইম করলে কিছুদিনের মধ্যে বাসিন্দাদের মেইল এড্রেসে চলে যাবে এ চেক। প্রতিদিন কম্পট্রলার থমাস ডিনেপোলির অফিস থেকে ১.৫ মিলিয়ন ডলারের চেক মেইল করা হচ্ছে বলে নিশ্চিত করেছে ফক্স নিউজ। সর্বমোট ১৯ বিলিয়ন ডলার পর্যায়ক্রমে দেয়া হবে নিউইয়র্কের বাসিন্দাদের।
ফক্স নিউজের খবরে বলা হয়েছে, নিউইয়র্ক স্টেট কম্পট্রলারের অফিসে ১৯৪০ এর দশক থেকে এ পর্যন্ত ৫১ মিলিয়ন দাবিদারহীন ফান্ড থেকে ১৯ বিলিয়ন ডলার জমা পড়ে আছে। কম্পট্রলার ডি নেপোলি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে যাদের অর্থ বিভিন্ন খাতে পড়ে আছে দাবিহীনভাবে তাদের অর্থ দাবি করার অনুরোধ জানিয়ে আসছেন। তিনি এ বিষয়ে ক্যাম্পেইনও করেছেন। তিনি চাচ্ছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ২৫০ ডলারের চেক পাঠাতে। এর জন্য কোনো আবেদন করতে হবে না।
নিউইয়র্ক স্টেটের এবানডেন্ট প্রোপাটি ল’ আপডেট করার পর কম্পট্রলারের অফিস অটোমেটিকেলি ২৫০ ডলারের চেক পাঠানো শুরু করেছেন। এই অর্থ জমে আছে অনেকেই যে ইউটিলিটি খাতে ডিপোজিট রেখেছিলেন, ট্রাস্ট ফান্ডের অর্থ, পুরনো ব্যাংক একাউন্ট যা ক্লোজ হয়ে গেছে, বিনিয়োগের অর্থ, ইন্স্যুরেন্সের পলিসি, গিফট কার্ড, এস্টেটসহ বিভিন্ন খাতে যে অর্থ দাবিহীন পড়ে আছে তাই এ অর্থ নিউইয়র্কবাসীকে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্টেট কম্পট্রলারের অফিস থেকে বলা হয়েছে, নিউইয়র্কবাসীরা যেন কম্পট্রলারের অফিসের ওয়েবসাইটে গিয়ে তাদের নিজ নিজ নাম টাইপ করে সার্চ করে দেখেন, তাদের নামে কোনো অর্থ পাওনা আছে কিনা। যদি থাকে তাহলে ওয়েবসাইটে নাম ঠিকানা ও এসএসএন নাম্বারসহ ক্লেইম করতে হবে। পরবর্তীতে অফিস থেকে কনফার্মেশন হলে চেক পৌঁছে যাবে মেইল এড্রেসে। এ বিষয়ে কম্পট্রলারের অফিসে ফোন করেও জানা যাবে ও ক্লেইম করা যাবে। ফোন নাম্বার 1-800-221-9311 ও www.osc.ny.gov