নিউইয়র্ক সিটির ব্রুকলিনে অবস্থিত বৃহৎ অভিবাসী আশ্রয় কেন্দ্র বন্ধ করা হচ্ছে। সিটি কর্তৃপক্ষ শুক্রবার ঘোষণা করে জানিয়েছে, সিটিতে নতুন অভিবাসী আগমনের সংখ্যা হ্রাস পাওয়ায় ব্রুকলিনের ক্লিন্টন হিলে অবস্থিত অভিবাসী আশ্রয় কেন্দ্রটি বন্ধ করা হবে। এছাড়াও সিটির ৯টি আশ্রয় কেন্দ্র বন্ধের পরিকল্পনা করা হচ্ছে।
সিটি কর্তৃপক্ষ জানায়, ব্রুকলিনের ক্লিন্টন হিল এলাকায় অবস্থিত ৩,৫০০ বিছানার হল স্ট্রিট আশ্রয় কেন্দ্রটি বন্ধ করা হবে কয়েক দিনের মধ্যে। সিটি মেয়রের অফিস আরও তিনটি প্রতিষ্ঠানের বন্ধের ঘোষণা দেবে কয়েক দিনের মধ্যে। এছাড়াও চলতি বছরের জুন মাসের মধ্যে আরো কয়েকটি আশ্রয় কেন্দ্র বন্ধ করার পরিকল্পনা নিয়েছে সিটি কর্তৃপক্ষ ।
মেয়রের অফিস অনুসারে, কঠোর সীমান্ত নীতি ও আশ্রয় কেন্দ্রে ৩০ এবং ৬০ দিন অবস্থানের অ্যাডামস প্রশাসনের বাধ্যবাধকতা নীতির ফলে ২৭ সপ্তাহ ধরে অভিবাসী আগমনে হ্রাস পায়। এজন্য আশ্রয় কেন্দ্রগুলোতে চাপ কমেছে। এ কেন্দ্রগুলো বন্ধ হওয়ায় অতিরিক্ত ব্যয় সাশ্রয় হবে। ক্লিন্টন হিল এলাকায় অবস্থিত আশ্রয় কেন্দ্রসহ সিটির বাকি ৯টি আশ্রয় কেন্দ্র বন্ধ করা হলে ১০ হাজারের বেড খরচ হ্রাস পাবে।
অ্যাডামস এক বিবৃতিতে বলেন, ‘আমরা অভিবাসীদের স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে সহায়তা করতে যা কিছু করতে পারি তা চালিয়ে যাব, যখন আরও সুযোগ খুঁজে পাব করদাতাদের অর্থ সাশ্রয় এবং মানবিক সংকট থেকে উত্তরণ হতে পারবো।’