নিউইয়র্ক সিটির সাবওয়ের নিরাপত্তা বাড়াতে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। স্টেট অব দ্য স্টেট ভাষণে তিনি সাবওয়ের চলমান সমস্যাগুলো সমাধানে মানসিক স্বাস্থ্য সহায়তা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।
গভর্নর হোকুল জানান, সাবওয়েতে গৃহহীনদের বসবাস রোধ করতে এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের সহায়তায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যারা নিজেদের মৌলিক চাহিদা যেমন খাদ্য, চিকিৎসা বা পোশাকের জন্য সাহায্য নিতে অস্বীকৃতি জানায়, তাদের জন্য অনিচ্ছুকভাবে হাসপাতালে ভর্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি জানান, সাবওয়ে ট্রেনের নিরাপত্তা আরও জোরদারে আগামী সোমবার থেকে প্রতিটি ট্রেনে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত দুইজন পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে। এছাড়া ২০২৫ সালের মধ্যে ১০০টি স্টেশনে প্ল্যাটফর্ম ব্যারিয়ার স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।
গভর্নরের এই উদ্যোগ প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছে। অ্যাসেম্বলি মাইনরিটি লিডার উইল বার্কলে এ পদক্ষেপকে সহানুভূতিশীল উল্লেখ করে সমর্থন জানিয়েছেন। তবে কিছু সমালোচক মনে করেন, মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানে পুলিশের ভূমিকার পরিবর্তে আউটরিচ কর্মীদের ওপর জোর দেওয়া উচিত।
এ বিষয়ে গভর্নর হোকুল বলেন, সাবওয়ের যাত্রীদের নিরাপত্তা এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।