অচলের পথে মার্কিন সরকার

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯
আপডেট  : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৭

সরকার চালানো নিয়ে ভয়াবহ বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের কট্টরপন্থি রিপাবলিকানরা (হাউজ অব রেপ্রেজেন্টিটিভস) শুক্রবার সরকারকে অস্থায়ীভাবে অর্থায়নের প্রস্তাবিত একটি বিল প্রত্যাখ্যান করেছে। এতে রবিবার থেকে ফেডারেল সংস্থাগুলো বন্ধ হয়ে যাবে আংশিকভাবে। অচল হয়ে পড়বে বাইডেন সরকার। 


সরকারকে তহবিল দেয়ার জন্য শনিবারের সময়সীমার ঠিক এক দিন আগে বিলটি হাউজে পাস হতে ব্যর্থ হলো। এমন অবস্থায় সরকারের শাটডাউন ঠেকাতে সামান্য কিছু বিকল্প থাকছে। ফেডারেল কর্মীদের ছুটি দীর্ঘ করা হতে পারে। সামরিক বাহিনীকে কাজ করতে হতে পারে বেতন ছাড়াই। গত এক দশকে যুক্তরাষ্ট্রে এটি হতে যাচ্ছে চতুর্থ শাটডাউন।
রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সচল রাখতে স্থানীয় সময় শুক্রবার স্বল্পমেয়াদি তহবিল বিল পাসের চেষ্টা হয়েছিল পার্লামেন্টের নিম্নকক্ষে। তবে সেখানে রিপাবলিকানদের আপত্তিতে বিলটি অনুমোদন পায়নি। চূড়ান্ত পর্বে বিলের বিপক্ষে ২৩২ এবং পক্ষে ১৯৮টি ভোট পড়ে।
হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি অবশ্য আশা ছাড়ছেন না। চেম্বারে শনিবার আবার ভোট হওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: রয়টার্স