সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আমি প্রেসিডেন্ট হলে এমন নৃশংসতা কখনো ঘটত না

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ অক্টোবর ২০২৩, ১৩:৩৯

ইসরায়েলে হামলার দায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, আমি প্রেসিডেন্ট হলে এমন নৃশংসতা কখনো ঘটত না। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন শান্তি ছিল। আর এখন সংঘাত ও বিশৃঙ্খলা চলছে। 
গতকাল সোমবার নিউ হ্যাম্পশায়ারে এক প্রচারাভিযানের বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর এনডিটিভি’র। 
ইসরায়েলে হামাসের হামলার জন্য বাইডেনকে দায়ী করে তিনি বলেন, আপনি কি কল্পনা করতে পারেন এই লোকটির (জো বাইডেন) কী আছে? আমাদের সঙ্গে কী করেছেন- তিনি আমাদের সঙ্গে কী করেছেন? ইসরায়েলের ওপর হামলা কখনোই হতো না, (বাইডেন ক্ষমতায় না এলে) কখনোই হতো না।
তিনি বলেন, ইসরায়েলে যা ঘটেছে তা অবিশ্বাস্য। ইসরায়েলে আমরা যে নৃশংসতা দেখতে পাচ্ছি, আমি প্রেসিডেন্ট হলে তা কখনো ঘটত না।