আমেরিকায় তামাকের ট্যাক্স বৃদ্ধি 

জীবন বাঁচবে ১৫,৩০০ নিউইয়র্কবাসীর

ডেস্ক রিপোর্ট
  ১৮ অক্টোবর ২০২৩, ১২:০৯

নিউইয়র্ক রাজ্যে গত ১ সেপ্টেম্বর থেকে দেশের সর্বোচ্চ সিগারেট ট্যাক্স কার্যকর হয়েছে। ২০ টি সিগারেটের প্যাকেটের উপর কর ১ ডলার বৃদ্ধি করায় ৪.৩৫ ডলারের প্যাকেট এখন ৫.৩৫ ডলার হয়েছে। ২০১০ সালের পর এই প্রথম সিগারেটের দাম এত বেশি বাড়লো। 
গবেষণা অনুসারে, সিগারেটের মূল্য ১০ শতাংশ বৃদ্ধির ফলে উচ্চ আয়ের দেশগুলোতে তামাক ব্যবহারে ৪ শতাংশ হ্রাস পাবে। 
ধূমপান বন্ধে উৎসাহিত এবং তরুণদের ধূমপান শুরু নিরুৎসাহিত করার অন্যতম সেরা কৌশল হলো সিগারেটের দাম বাড়ানো। আমেরিকান ক্যান্সার সোসাইটি ক্যান্সার অ্যাকশন নেটওয়ার্কের প্রাক্কলিত হিসাব অনুসারে, বর্ধিত কর ১৫ হাজার ৩০০ নিউইয়র্কবাসীর জীবন রক্ষা করবে এবং ১৮ বছরের কম বয়সী ১৪ হাজার ৪০০ শিশুকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধূমপান শুরু করা থেকে রক্ষা করবে।
প্রতিদিন সিগারেট খাওয়া ১০ জনের মধ্যে নয়জনের প্রথম ধূমপানের অভিজ্ঞতা হয় ১৮ বছর বয়সের মধ্যে। প্রমাণ পাওয়া গেছে, সিগারেটের দাম বৃদ্ধির ফলে তরুণ এবং নিম্ন আয়ের জনগোষ্ঠী ধূমপান ছেড়ে দিচ্ছে। নিউইয়র্ক স্মোকারস কুইটলাইন অনলাইন সেভিংস ক্যালকুলেটরের প্রাক্কলিত হিসাব অনুযায়ী, নিউইয়র্ক রাজ্যের একজন বাসিন্দার ধূমপানের জন্য প্রতিদিন এক প্যাকেট সিগারেট ধরলে বর্তমান খরচ অনুযায়ী প্রতি বছর কমপক্ষে ৪,০০০ ডলার ব্যয় হবে। 
সমীক্ষা অনুসারে প্রায় ৭০ শতাংশ ধূমপায়ী ধূমপান বন্ধ করতে চায় এবং দাম বৃদ্ধির কারণে তারা তা করতে অনুপ্রাণিত হতে পারে। ধূমপানের হার শহুরে অঞ্চলের তুলনায় গ্রামীণ অঞ্চলে বেশি বলে পরিচিত নিউইয়র্ক রাজ্যের গ্রামীণ কাউন্টিতেও এর প্রভাব বেশি হতে পারে।