ফিলিস্তিনের সমর্থনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
  ১৮ অক্টোবর ২০২৩, ১২:৪৩

ইসরায়েলিদের সমর্থন করা যুক্তরাষ্ট্রেই ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিনিদের পাশাপাশি হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ সমাবেশে যোগ দেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকেরা।
‘গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন মুক্ত করো’ - এমন স্লোগানে ১৪ অক্টোবর শনিবার মুখর হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। মানুষের গগনবিদারী কণ্ঠে উচ্চারিত হতে থাকে ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান। বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ জড়ো হন হোয়াইট হাউসের সামনে।
স্থানীয় সময় শনিবার দুপুর থেকে গণসমাবেশে শত শত মানুষ যোগ দেন। সমাবেশে শুধু ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরাই নন, যোগ দেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের মানুষও। মিছিলটি ১৪ স্ট্রিট হয়ে আবার ১৬ স্ট্রিট দিয়ে লাফায়েট কর্নারে মিলিত হয়। শত শত মানুষ থেকে ততক্ষণে তা হাজার হাজার মানুষের সমাবেশে পরিণত হয়।
হোয়াইট হাউস তথা ডিসিতে স্মরণকালের বৃহত্তম এ সমাবেশ থেকে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি তোলা হয়। সমাবেশ ঘিরে রাখে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার এজেন্ট।