ঘনিষ্ঠ মিত্র বিলিয়নেয়ার ইলন মাস্ক শিগগিরই যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন।
রিপাবলিকান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ তিন ব্যক্তির বরাত দিয়ে পলিটিকো বুধবার এ খবর দিয়েছে।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ককে ট্রাম্প সরকারি ব্যয় কমানো ও কর্মীবহর ছোট করে আনার বিশেষ দায়িত্ব দিয়েছিলেন।
ট্রাম্প ক্ষমতায় বসার পর এক্সের মালিক মাস্কের একের পর এক নেওয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি সংস্থার কোমর ভেঙে দিয়েছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ট্রাম্প ও মাস্ক উভয়েই এ বিষয়ে একমত হয়েছেন যে টেসলাপ্রধান সরকারি দায়িত্ব ছেড়ে ব্যবসা পরিচালনায় ফেরত যাবেন।
তবে কবে তিনি সরকারি দায়িত্ব ছাড়ছেন তার সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেনি মার্কিন এ সংবাদমাধ্যম।
এ প্রতিবেদন প্রসঙ্গে হোয়াইট হাউজ, মাস্ক নেতৃত্বাধীন সংস্থা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) কিংবা মাস্কের কোনো প্রতিনিধির তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ খবর প্রকাশিত হওয়ার পর সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ নানান কোম্পানি এমনকী মাস্কের টেসলার শেয়ারের দামও বেড়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
মাস্ক যে সরকারি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তা ট্রাম্প, এমনকী খোদ মাস্কও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবারই ইঙ্গিত দিয়েছিলেন।
অনেকেই ধারণা করছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার ১৩০ দিনের মধ্যেই টেসলাপ্রধান সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। সে হিসাবে মাস্ক মে-র শেষ পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন।
স্পেসএক্সের প্রধান নির্বাহী, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত মাস্ককে আরও বেশিদিন রেখে দিতে চান কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোমবার ট্রাম্প বলেছিলেন, “আমার মনে হয় তিনি অসাধারণ কাজ করছেন, কিন্তু আমি জানি তাকে বড় একটি কোম্পানিও চালাতে হয়। কোনো এক পর্যায়ে তিনি চলে যাবেন। তিনি চাইছেনও তা।”
গত সপ্তাহে মাস্ক নিজেও শিগগির সরকারি দায়িত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ফক্স নিউজকে তিনি বলেছেন, যাওয়ার আগে সরকারি ব্যয় এক ট্রিলিয়ন কমানোর বেশিরভাগ কাজ সম্পন্ন করতে পারবেন বলে তিনি আত্মবিশ্বাসী।