পানামা খালের দুটি বন্দরে হংকংয়ের প্রতিষ্ঠান সিকে হাচিসনের ব্যবস্থাপনা কার্যক্রম নিরীক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও পানামা। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যানডাও ও পানামার পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার মার্তিনেজ-আচার মধ্যে এ আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। পানামা খাল পরিচালনা করে দেশটির সরকার। তবে খালের দুটি বন্দর পরিচালনার সঙ্গে যুক্ত সিকে হাচিসন। কাছাকাছি অন্য বন্দরগুলো পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও তাইওয়ানের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি ছিল—এই খাল বর্তমানে চীনের নিয়ন্ত্রণে রয়েছে। এরপর গত জানুয়ারিতে সিকে হাচিসনে নিরীক্ষণ কার্যক্রম চালানোর ঘোষণা দেয় পানামা সরকার।
পানামার ওই ঘোষণার পর গত মার্চে বড় চমক দেখায় সিকে হাচিসন। প্রতিষ্ঠানটি জানায়, বিদেশি তাদের অধীন পরিচালিত বন্দরগুলোর যাবতীয় দায়িত্ব বিক্রির মাধ্যমে হস্তান্তর করবে তারা। এর মধ্যে পানামা খালের দুটি বন্দরও ছিল। বন্দর দুটির পরিচালনা কার্যক্রম ২৩ বিলিয়ন ডলারে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রির সিদ্ধান্ত হয়।
রয়টার্স