যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন

সংঘাত চলতে দেওয়া মানে ফিলিস্তিনিদের দুর্দশা উপেক্ষা করা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৩, ১২:০৭

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘ইসরায়েল-হামাস সংঘাত চলতে দেওয়ার মানে ফিলিস্তিনিদের দুর্দশাকে উপেক্ষা করা। গাজা হোক বা পশ্চিম তীর, সেটা অন্যায্য।’
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তনের পর থেকে ফিলিস্তিনিদের অব্যাহতভাবে বাস্তুচ্যুত হওয়াকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মূল কারণগুলোর মধ্যে অন্যতম বলে মনে করেন ওবামা। 
তিনি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় ফিলিস্তিনিদের অনেকে কেবল বাস্তুচ্যুতই হয়নি, দিনের পর দিন জোরপূর্বক তাদের উচ্ছেদ করা হয়েছে। এমন কর্মকাণ্ডেও ইসরায়েল সরকারের পরোক্ষ ও প্রত্যক্ষ সমর্থন ছিল।’
ইসরায়েল-হামাসের চলমান সংঘাত নিয়ে সোমবার এক বিবৃতিতে বারাক ওবামা এসব কথা বলেন। বিবৃতিতে ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকারের’ প্রতি সমর্থন জানান। একই সঙ্গে ফিলিস্তিনিদের দুর্দশা উপেক্ষা করার বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন।
মত প্রকাশের উন্মুক্ত মাধ্যম মিডিয়ামে প্রকাশিত বিবৃতিতে বারাক ওবামা আরও বলেন, ‘মানবিক ক্ষয়ক্ষতি অগ্রাহ্য করে নেওয়া ইসরায়েলি যেকোনো সামরিক কৌশল হিতে বিপরীত ঘটাতে পারে।’ সূত্র: মিডল ইস্ট আই