পোপ ফ্রান্সিসকে একজন ‘ভালো মানুষ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তিনি ‘বিশ্বকে ভালোবাসতেন’। রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সোমবার শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পোপের স্মরণে দেশজুড়ে ফেডারেল ও স্টেইট পতাকাগুলো অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট।
পোপ ফ্রান্সিসকে একজন ‘ভালো মানুষ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তিনি ‘বিশ্বকে ভালোবাসতেন’। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন অ্যামেরিকান প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবরটি সোমবার জানায় ভ্যাটিকান। তার সময়কাল প্রায়শই বিভেদ ও উত্তেজনায় পূর্ণ ছিল। কারণ তিনি প্রথাবদ্ধ প্রতিষ্ঠানে সংস্কারের চেষ্টা করেছিলেন।
পোপ ফ্রান্সিসের বয়স হয়েছিল ৮৮ বছর। চলতি বছর তিনি গুরুতর ডাবল নিউমোনিয়ায় (দুই ফুসফুসেই নিউমোনিয়া) আক্রান্ত হন। যদিও ইস্টার সানডেতে সেন্ট পিটার’স স্কয়ারে উন্মুক্ত পোপমোবাইলে করে ভিড়ের উল্লাসের মধ্যে ঘুরতে দেখা গিয়েছিল তাকে।
ট্রাম্পের কট্টর অভিবাসন নীতির সমালোচক ছিলেন পোপ ফ্রান্সিস। রোমান ক্যাথলিক চার্চপ্রধানের মৃত্যুর বিষয়ে হোয়াইট হাউযে ইস্টার উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প তার অভিব্যক্তি জানান। ওই সময় তিনি বলেন, ‘ধর্ম অ্যামেরিকায় ফিরে আসছে।’