সিয়েনা জরিপ

নিউইয়র্কে বাইডেন সমর্থন এক মাসে বড় ধস

ডেস্ক রিপোর্ট
  ২৫ অক্টোবর ২০২৩, ১৩:৩৭

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি নিউইয়র্কারদের সমর্থন রেটিং ক্রমেই নিম্নগামী ছিলো। এখন তা ঋণাত্মকে নেমেছে। সিয়েনা কলেজ জরিপের সবশেষ তথ্য প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। যাতে দেখা গেছে বাইডেনের প্রতি নিউইয়র্কারদের সমর্থন হার ৪৫-৫২% এ দাঁড়িয়েছে। ৫২ শতাংশ নিউইয়র্কার প্রেসিডেন্ট বাইডেনের প্রতি তাদের অসমর্থনের কথাই জানিয়েছেন। সমর্থন করছেন শতকরা ৪৬ জন। গেলো এক মাসেই পরিস্থিতি ঋণাত্মকভাবে পাল্টে গেছে। গত মানেও এই সমর্থনের রেটিং ছিলো ৫০-৪৫%। অর্থাৎ অসমর্থন ছিলো ৪৫ শতাংশের আর সমর্থন ছিলো ৫০ শতাংশ নিউইয়র্কারের। একই সঙ্গে জব অ্যাপ্রুভাল অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে দেখতে চান এমন নিউইয়র্কারের সংখ্যাও কমেছে। যা এখন ৪৬-৫১% এ দাঁড়িয়েছে। গত মাসেও এই সংখ্যা ছিলো ৪৭-৪৮ শতাংশ। এক্ষেত্রে ঋণাত্মক ট্রেন্ড গত মাসেই শুরু হয়েছিলো যা এ মাসে আরও বাড়লো।
২০২৪ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনকে সামনে রেখেই এই জরিপ চালানো হয়। ওই নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিসাবেই দেখা হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনকে। যদিও নিউইয়র্কার ডেমোক্র্যাটদের একটি ছোট্ট সংখ্যালঘু অংশ, ৫২-৪১% দলের একজন নতুন প্রার্থী দেখতে চান আগামী নির্বাচনে।
একই সঙ্গে নিউইয়র্কারদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিও রয়েছে ঋণাত্মক সমর্থন রেটিং। সবশেষ জরিপ দেখাচ্ছে ৩৬-৫৯%। অর্থাৎ তার প্রতি সমর্থন রয়েছে ৩৬ শতাংশ নিউইয়র্কারের আর অসমর্থন ৫৯ শতাংশের। যদিও রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন ৭০ শতাংশ। আর দলের প্রার্থী হিসেবে এই সমর্থনের হার ৬১ শতাংশ। ৩২ শতাংশ রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ট্রাম্পকে দেখতে চান না।
বাইডেন ও ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় অবশ্য সমর্থন রেটিংয়ে এখনো বাইডেন এগিয়ে রয়েছেন। তবে তা ক্রমেই নিম্নগামী। গেলো মাসে বাইডেনের প্রতি সমর্থন ছিলো ৫২ শতাংশ নিউইয়র্কারের। যা এ মাসে ৪৬ শতাংশে নেমেছে। আর ট্রাম্পের ক্ষেত্রে এই পরিসংখ্যান এখন উর্ধ্বগামী। গেলো মাসে যা ছিলো ৩১ শতাংশ তা এ মাসের জরিপ দেখাচ্ছে ৩৭ শতাংশ। বর্তমানে বাইডেন ও ট্রাম্পের মধ্যে নিউইয়র্কারদের সমর্থনের ব্যবধান ৭ পয়েন্ট। যা ২০২০ সালর নির্বাচনের প্রাক্কালে ছিলো ২২ পয়েন্ট।
তবে নিউইয়র্ক এখনো সত্যিকারের একটি ব্লু স্টেট। এখানে ৪৯ শতাংশ ভোটার ডেমোক্র্যাট হিসেবে তালিকাভুক্ত। যেখানে রিপাবলিকান হিসেবে তালিকাভুক্ত মাত্র ২৩ শতাংশ। এই স্টেটে সবশেষ কোনো রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট হিসেবে জিতেছিলেন সেটি ১৯৮৪ সাল। আর সে প্রেসিডেন্টের নাম ছিলো রোনাল্ড রেগান।
চলমান মাইগ্রান্ট সঙ্কট, অপরাধমূলক ঘটনা বৃদ্ধি এসবই নিউইয়র্কারদের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি সমর্থন কমিয়েছে।
তবে ইউক্রেন যুদ্ধে সামরিক ও অর্থনৈতিক সহায়তা পাঠানোকে সমর্থন করেছেন ৫১ শতাংশ নিউইয়র্কার। অসমর্থন রয়েছে ৩৮ শতাংশের। আর অন্যদিকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষাবলম্বনকে সমর্থন করেন ৫৭ শতাংশ নিউইয়র্কার। অসমর্থন রয়েছে ৩২ শতাংশের।