যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের চার শিশু রয়েছে। যাদের বয়স এক থেকে আট বছরের মধ্যে। রাজ্যটি গর্ভনর জানিয়েছেন, বন্যার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনো ১০০ জনের বেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। এছাড়াও ১২ হাজারেরও বেশি পরিবার বিদ্যুতহীন রয়েছে। খবর বিবিসি।
খবরে বলা হয়েছে, কেন্টাকি নদীর পানি আচমকা ফুলেফেপে উঠে জনপদ ডুবিয়ে দিয়েছে। অনেক মানুষ বাধ্য হয়ে বাড়ির ছাদ বা গাছের ওপর আশ্রয় নিয়েছে। গতকাল সোমবার কেন্টাকির গভর্নর জানিয়েছেন, এই বন্যায় কমপক্ষে ১২ হাজার পরিবার বিদ্যুতহীন রয়েছে। এছাড়াও এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১০০ জনের বেশি বাসিন্দা। ফলে তিনি আশঙ্কা প্রকাশ করেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।
এদিকে এই পরিস্থিতির মধ্যে ফাঁকা বাড়িতে লুটতরাজ শুরু হয়েছে। যে কারণে দুইটি কাউন্টিতে রাতে কারফিউ জারি করা হয়েছে। গভর্নর জানিয়েছেন, কারফিউ ঘোষণার কোনো ইচ্ছা তার ছিল না। কিন্তু যেভাবে লুটপাট শুরু হয়েছে, তাতে তার আর কোনো উপায় ছিল না। বাড়িঘরের সঙ্গে স্কুল, দোকানপাটও পানির স্রোতে ভেসে গেছে বলে স্থানীয় মানুষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ঘটনায় বহু শিশু মৃত এবং নিখোঁজ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পালানোর সময় বাবা-মায়ের হাত ছেড়ে ভেসে গেছে বহু শিশু। এক বছর থেকে আট বছর বয়সে এমন বেশ কিছু শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। গভর্নরের বক্তব্য, গত কয়েকদশকের মধ্যে এমন ভয়াবহ বন্যা তারা কখনো দেখেননি। কীভাবে এই ভয়াবহতা কাটবে, তা এখনো তাদের অজানা।