প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের বিরুদ্ধে, নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতে বুধবার ক্যাপিটল হিলের বাইরে সংবাদ সম্মেলন করেন হাউস ডোমোক্র্যাটরা। সেখানে হাউস মাইনোরিটি লিডার হাকিম জেফরিস বলেন- ডেমোক্র্যাটরা মানুষের স্বাস্থ্যসেবা, মেডিকেইড, মেডিকেয়ার ও পুষ্টি সহায়তার পক্ষে এবং জিওপির বিলিওনেয়ার দাতাদের জন্য বিশাল কর ছাড়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
তিনি বলেন, এই বিল বাস্তবায়ন হলে শিশু থেকে শুরু করে দেশের সব বয়সি মানুষকে ব্যাপক ঝুঁকির মুখে ফেলবে।
এসময় প্রয়াত রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন এর সেই নাটকীয় ভোটের কথা স্মরণ করিয়ে দেন জেফরিয, যা ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে রিপাবলিকানদের 'ওবামাকেয়ার' বাতিলের প্রচেষ্টাকে ভেস্তে দিয়েছিল। নিজ নিজ ভোটারদের স্বার্থে হাউযের রিপাবলিকানদের, একইভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
হাউস ডেমোক্র্যাটদের নেতা প্রশ্ন তোলেন, একটি দল কীভাবে- মিলিয়ন মিলিয়ন মানুষের সাশ্রয়ী স্বাস্থ্যসেবার অধিকার এবং শিশু ও বয়োজ্যেষ্ঠদের মুখের খাবার কেড়ে নিতে পারে!
হাউস মাইনোরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক বলেন- দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে রিপাবলিকানরা এমন একটি বিল পাসের জন্য তড়িঘড়ি করছেন, যাতে মানুষের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে।
তিনি বলেন, রিপাবলিকানরা প্রমাণ করেছেন, এই সরকার কেবল ধনীদের সরকার।কংগ্রেসম্যান ফ্র্যাঙ্ক প্যালোন বলেন, কংগ্রেসে এমন নিষ্ঠুর বিল তিনি এর আগে দেখেননি।
একই অভিমত ব্যক্ত করে কংগ্রেসম্যান রিচি নিল বলেন- ফেডারেল রিযার্ভের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণের কারণ স্পষ্ট। তারা ঋণ সীমা বাড়িয়ে আরো ঋণ নিতে চান।
হাউস বাজেট কমিটির র্যাংকিং মেম্বার ব্রেন্ড্যান বয়েল বলেন- প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানরা যদি এই বিল পাসে জয়ী হন, তাহলে হেরে যাবে দেশের মানুষ।
কংগ্রেসওম্যান অ্যাঞ্জি ক্রেইগ বলেন- এই বিল দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই না।
হাউস ডেমোক্র্যাটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন। বিলটি আটকাতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অ্যাগিলার।