অভিবাসন কর্মকর্তার বার্তা

মাত্র ৬ ঘণ্টার নোটিশে অভিবাসীদের বিতাড়ন করতে পারে আইস

ডেস্ক রিপোর্ট
  ১৫ জুলাই ২০২৫, ১৮:৩৬

আমেরিকার অভিবাসন কর্মকর্তারা মাত্র ছয় ঘণ্টার নোটিশে অভিবাসীদের স্বদেশের বাইরে অন্য কোনো দেশে বিতাড়ন করতে পারে বলে সংক্ষিপ্ত লিখিত বার্তায় জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তা।
রয়টার্স জানায়, গত ৯ জুলাই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের ভারপ্রাপ্ত পরিচালক টড লিয়ন্স লিখিত বার্তাটি দেন।
এতে বলা হয়, কাউকে তৃতীয় কোনো দেশে পাঠানোর নোটিশের পর সাধারণ ক্ষেত্রে কমপক্ষে ২৪ ঘণ্টা অপেক্ষা করবে আইস, তবে জরুরি পরিস্থিতিতে ছয় ঘণ্টার নোটিশে তাদের তৃতীয় দেশে পাঠাতে পারবে আইস।
লিখিত বার্তায় বলা হয়, যেসব দেশ নিপীড়ন না করার অঙ্গীকার করেছে, সেগুলোতে পাঠানো যেতে পারে অভিবাসীদের। এ ক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়া অনুসরণের দরকার হবে না।
আইসের নতুন এ নীতির অর্থ হলো প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসীদের পাঠাতে ত্বরিত পদক্ষেপ নিতে পারবে।
জন্মভূমির বাইরে অন্য দেশে নিপীড়নের ভয়ের বিষয়টি যাচাই ছাড়া অভিবাসীদের বিতাড়ন সীমিত করতে বিচারিক এক আদালত আদেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট জুনে সে আদেশ বাতিল করে।
জুনের ওই রায় এবং বিচারপতিদের আরেকটি আদেশের পর ট্রাম্প প্রশাসন কিউবা, লাওস, মেক্সিকো, মিয়ানমার, সুদান ও ভিয়েতনামের আট অভিবাসীকে দক্ষিণ সুদানে পাঠিয়ে দেয়।
প্রশাসন গত সপ্তাহে বিতাড়িত অভিবাসীদের গ্রহণে আফ্রিকার পাঁচ দেশ লাইবেরিয়া, সেনেগাল, গিনি-বিসাউ, মৌরিতানিয়া ও গ্যাবনের কর্মকর্তাদের চাপ দেয় বলে জানায় রয়টার্স।
আইসের নতুন লিখিত বার্তার বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য ওয়াশিংটন পোস্ট।