প্ল্যানড প্যারেন্টহুডকে মেডিকএইড তহবিল বন্ধের বিধান স্থগিত

ডেস্ক রিপোর্ট
  ২৯ জুলাই ২০২৫, ১৪:৫৭

অ্যামেরিকান অলাভজনক সংস্থা প্ল্যানড প্যারেন্টহুড ও এর সদস্যদের মেডিকএইড কর্মসূচির আওতায় সহায়তা বন্ধের বিধান সোমবার স্থগিত করেছেন এক বিচারক।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন সম্প্রতি কর ও ব্যয়ের যে বিলটিকে আইনে পরিণত করেছে, তার একটি বিধান বাস্তবায়ন হলে মেডিকএইডের তহবিল বন্ধ হয়ে যাবে প্ল্যানড প্যারেন্টহুড ও সদস্যদের।
বিচারক বলেছেন, বিধানটি সম্ভবত অসাংবিধানিক।
অ্যামেরিকাসহ বিশ্বজুড়ে প্রজনন ও যৌন স্বাস্থ্যসেবা দিয়ে থাকে প্ল্যানড প্যারেন্টহুড। সংস্থাটি ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন-আইপিপিএফের সদস্য।
রয়টার্স জানায়, বোস্টনে ইউএস ডিস্ট্রিক্ট জাজ ইন্দিরা তালওয়ানি বিধানটি বাস্তবায়নের ওপর প্রাথমিক স্থগিতাদেশ দেন।
বিচারক জানান, প্ল্যানড প্যারেন্টহুডের স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বিশেষত গর্ভপাত সেবা দেওয়ার জন্য লক্ষ্যবস্তু বানানোর মধ্য দিয়ে আইনটি সম্ভবত অ্যামেরিকার সংবিধান লঙ্ঘন করেছে।
রিপাবলিকান প্রশাসনের পাস করা ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের আইনের বিধান অনুযায়ী, গর্ভপাত সেবা অব্যাহত রাখলে মেডিকএইড তহবিল পাবে না করছাড় পাওয়া সুনির্দিষ্ট কিছু সংস্থা ও তাদের অধিভুক্তরা।
ডিপার্টমেন্ট অব জাস্টিস-ডিওজের মতে, পাস হওয়া আইনটি ‘বড় গর্ভপাতের’ জন্য ফেডারেল ভর্তুকি দেওয়া বন্ধ করেছে।
প্ল্যানড প্যারেন্টহুড ও সদস্যদের নিজস্ব নীতিগত অগ্রাধিকারকে ‘যথাযথভাবে পাস হওয়া’ আইনের চেয়ে বেশি প্রাধান্য না দিতে বিচারক তালওয়ানির প্রতি আহ্বান জানিয়েছে ডিওজে।