জ্যামাইকার ভবনে ভয়াবহ আগুন, আহত ৫ ফায়ারফাইটার

ডেস্ক রিপোর্ট
  ১১ আগস্ট ২০২৫, ২১:২২

জ্যামাইকার ওয়ানফোর্টিন্থ রোড ও ওয়ানফিফটিন্থ অ্যাভিনিউর মাঝে সাটফিন বোলেভার্ডের ভবনটিতে সকাল সোয়া ছয়টার দিকে আগুন ধরার খবর পাওয়া যায়। 
নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই জানায়, আগুনের ঘটনায় সাড়া দেন প্রায় ১৭০ জন ফায়ারফাইটার ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস কর্মী।
নিউ ইয়র্ক সিটির কুইন্সে রবিবার সকালে একটি ভবনে ভয়াবহ আগুন নেভাতে এসে পাঁচ ফায়ারফাইটার আহত হয়েছেন।
আইউইটনেস নিউজ জানায়, জ্যামাইকার ওয়ানফোর্টিন্থ রোড ও ওয়ানফিফটিন্থ অ্যাভিনিউর মাঝে সাটফিন বোলেভার্ডের ভবনটিতে সকাল সোয়া ছয়টার দিকে আগুন ধরার খবর পাওয়া যায়।
নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই জানায়, আগুনের ঘটনায় সাড়া দেন প্রায় ১৭০ জন ফায়ারফাইটার ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস কর্মী।
কর্মকর্তারা জানান, ভবনটির দ্বিতীয় তলায় আগুন ধরার খবর পাওয়া যায়।
আগুনে তিনজন ফায়ারফাইটার গুরুতর আহত হন, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। অন্য দুই ফায়ারফাইটার সামান্য আহত হন। তাদের সবাইকে নেওয়া হয় জ্যামাইকা হসপিটালে।
সকাল আটটার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে এনে ভবনটির ছাদে গিয়ে বিপজ্জনক জায়গার সন্ধান করেন ফায়ারফাইটাররা।
কর্মকর্তারা জানান, ভবনটির নিচ তলায় ব্যবসা প্রতিষ্ঠান ছিল।
এক নারী আইউইটনেস নিউজকে জানান, তিনি কাজ শুরু করার পরপরই অপ্রীতিকর কিছু দেখতে পান।
তিনি জানান, কাজে এসে ভবনটিতে গিয়ে তিনি ধোঁয়ার গন্ধ পান। এরপর আশপাশে তাকিয়ে ধোঁয়া আর ধোঁয়া দেখেন।
এ আগুনের কারণ জানতে চলছে তদন্ত।