মধ্যরাতে টেক্সাসে অতর্কিত গুলিতে নিহত ১, আহত  ৭

ডেস্ক রিপোর্ট
  ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৩

টেক্সাসের হিউস্টন শহরের একটি বারে রোববার মধ্যরাতে বন্দুকধারীর অতর্কিত গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
লিবার্টি কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, হিউস্টন থেকে প্রায় ৪৫ মাইল উত্তর-পূর্বে ক্লিভল্যান্ডের আলাস লোকাস স্পোর্টস বারে গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি তার স্ত্রীসহ ঘটনার সময় ওই বারে ছিলেন। তাকে গুরুতর আহত অবস্থায় মেডিক্যাল হেলিকপ্টারে করে মেমোরিয়াল হারম্যান-টেক্সাস মেডিকেল সেন্টার-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও পাঁচ পুরুষ ও এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
লিবার্টি কাউন্টি শেরিফ অফিসের ক্যাপ্টেন ডেভিড মায়ার্স জানান, প্রত্যক্ষদর্শীরা তদন্তকারী কর্মকর্তাদের বলেন, গুলিবর্ষণের আগে বন্দুকধারী বারে বসে চুপচাপ মদ্যপান করছিলেন।
এবিসি নিউজ জানায়, টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির রেঞ্জার্সসহ তদন্তকারীরা ঘটনাস্থল বন্দুকের শেল সংগ্রহ করেছেন। যার ভিত্তিতে ধারণা করা হচ্ছে পালানোর আগে বন্দুকধারী কমপক্ষে ২০টি গুলি ছোড়েন।
এক প্রেস ব্রিফিংয়ে মায়ার্স বলেন, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে পুলিশ বারে একাধিক গুলির শব্দ শুনতে পায়।
কর্তৃপক্ষ জানায়, হামলার পর বন্দুকধারী জানালাবিহীন একটি সাদা রঙের ভ্যানে করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।
গোলাগুলির ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে ভিডিওটি পর্যালোচনা করছেন। 
এ বছরের হিউস্টন মেট্রোপলিটান এলাকার বারে দ্বিতীয় বড় গুলিবর্ষণের ঘটনা এটি।
হামলার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা।