ব্রুকলিনে জানালা দিয়ে বাড়িতে ঢুকে নারীকে টার্গেট করে আক্রমণ

ডেস্ক রিপোর্ট
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৬

নিউইয়র্কের ব্রকলিনে বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ করে ৭১ বছর বয়সী এক নারীকে যৌন নিপিড়নের অভিযোগে এক অভিযুক্তকে খুজছে পুলিশ।

ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ব্যক্তির  ছবি। পুলিশ জানায় ভোরে রান্না ঘরের জানালা দিয়ে বাড়িতে ঢুকে ওই নারীর গলা চেপে ধরে এবং দেহের বেশ কিছু অংশ স্পর্শ করে ও একপর্যায়ে ভুক্তভোগী নারীর পাজামা নিয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা।

 

তথ্য সূত্র:টিবিএন ২৪