শিকাগোতে সম্প্রসারিত অভিযান শুরু করল আইস

ডেস্ক রিপোর্ট
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩২

আমেরিকার ইলিনয়ের সবচেয়ে জনবহুল শহর শিকাগো ও স্টেইটের অন্যত্র ‘মিডওয়ে ব্লিৎস’ নামের অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস।
সম্প্রসারিত এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘মিডওয়ে ব্লিৎস’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস।
পোস্টে ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিটসকারের সমালোচনা করে ডিএইচএসের পক্ষ থেকে বলা হয়, অভিযানের লক্ষ্যবস্তু অবৈধ বিদেশি অপরাধীরা, যারা দলবেঁধে শিকাগো ও ইলিনয়ে এসেছে। কারণ তারা জানে, গভর্নর প্রিটসকার ও তার স্যাঙ্কচুয়ারি নীতি তাদের সুরক্ষা ও অ্যামেরিকার সড়কে অবাধে বিচরণ করতে দেবে।
ন্যাশনাল পাবলিক রেডিও-এনপিআরের প্রতিবেদনে জানানো হয়, এক্সে দেওয়া পোস্টে ডিএইচএস বলেছে, জানুয়ারিতে নিহত ২০ বছর বয়সী কেটি আব্রাহামের সম্মানে এ অভিযান শুরু হয়েছে।
ডিএইচএসের ভাষ্য, মদ্যপ অবস্থায় ইলিনয়ের অনথিভুক্ত এক অভিবাসীর চালানো গাড়ির ধাক্কায় নিহত হন ওই নারী। কর্মকর্তারা তাকে শনাক্ত করেন জুলিও চুচুল-বোল হিসেবে।
এনপিআর ওই দুর্ঘটনার বিস্তারিত নিশ্চিত হতে পারেনি।
ডিএইচএসের পোস্টে ভুক্তভোগী নারীর মা-বাবা জো ও মিশেল আব্রাহামের সাক্ষাৎকার যুক্ত করা হয়েছে। তাদের ভাষ্য, দুর্ঘটনাটি ঘটেছে ইলিনয়ের আরবানায়।
ইলিনয়ে সর্বশেষ এ অভিযানের ঘোষণার আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নগরগুলোতে অভিবাসন আইন বাস্তবায়ন অভিযান বাড়ানোর পাশাপাশি ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করে।