থার্ড-কান্ট্রি ভিসা সুবিধা বন্ধ করল আমেরিকা

বিপাকে পড়বে বিদেশি শিক্ষার্থীরা
ডেস্ক রিপোর্ট
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১০

কঠোর ভিসা নিয়ম কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। কোভিড-সময়কালীন ভিসা ও শিক্ষার্থীদের জন্য ভিসা ও সুবিধার শিথিলতা বাতিল করা হয়েছে। ফলে বিদেশেী শিক্ষার্থীদের আমেরিকায় বসবাস, পড়াশোনা ও কাজ করার নিয়মে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
এই নতুন ভিসা নীতিগুলো আবেদন প্রক্রিয়াকে জটিল ও অনিশ্চিত করে তুলেছে। যা কেবল শিক্ষার্থীদেরই নয়, তাদের উপস্থিতির ওপর নির্ভরশীল বিশ্ববিদ্যালয় ও কমিউনিটিকেও প্রভাবিত করছে।
অনেক শিক্ষার্থীকে বর্ধিত আমলাতান্ত্রিক চ্যালেঞ্জ, ব্যয় ও দীর্ঘ প্রক্রিয়া মোকাবিলা করতে হচ্ছে, সঙ্গে বাড়তে থাকা আইনি নিয়মের সঙ্গে খাপ খাইয়ে হিমশিম খাচ্ছেন তারা।
এরিমধ্যে ডিপার্টমেন্ট অব স্টেট ঘোষণা করেছে যে, যেসব ব্যক্তি নন-ইমিগ্র্যান্ট ভিসা নিতে ইচ্ছুক যেমন শিক্ষার্থী (এফ-১), ভিসিটর (বি১/্বি২), বা কর্মসংস্থান ভিসা (এইচ-১বি, ও-১ ) তারা তাদের নিজের দেশ বা যেখানে তারা বৈধভাবে বসবাস করছে সেখানে ছাড়া অন্য কোনো দেশ থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
অর্থাৎ আগে কেউ বিদেশে বা তৃতীয় দেশে গিয়ে ভিসার আবেদন করতে পারতেন (যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড), কিন্তু এখন সেটা বন্ধ। শুধু নিজের দেশ বা বৈধ বসবাসের দেশেই আবেদন করতে হবে।
নতুন এই নির্দেশনা, যা সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। আগে শিক্ষার্থীদের সিঙ্গাপুর, থাইল্যান্ড, জার্মানি বা ব্রাজিলের মতো তৃতীয় দেশে ভিসার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ দেয়া হতো যেন তারা নিজ দেশে লম্বা অপেক্ষার সময় (ব্যাকলগ) এড়িয়ে যেতে পারে।
এমএসএন জানায়, অ্যামেরিকা এ বিষয়ে স্পষ্ট করেছে যে ব্যতিক্রম শুধুমাত্র সীমিত ক্ষেত্রে প্রযোজ্য, যেমন এমন কোনো দেশ যেখানে অ্যামেরিকার কার্যকরী ভিসা অফিস নেই।