নির্বাচন : ২০২৪

জো বাইডেন নয়, কমলা পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ আগস্ট ২০২২, ১৬:২৮

শিগগিরই প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘোষণা করতে হবে যে তিনি ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এটাই হবে এখন তার জন্য ‘সর্বোত্তম কাজ’। আর বাইডেন যদি দ্বিতীয় মেয়াদে প্রসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন, তাহলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিত্ব করার পছন্দ হবেন। বাইডেন ইঙ্গিত দিয়েছেন, তিনি হোয়াইট হাউসে আরও চার বছর
থাকার পরিকল্পনা করছেন। তবে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা খারাপ ফল করলে তিনি সরে দাঁড়ানোর জন্য অতিরিক্ত চাপের মুখে পড়তে পারেন।
নিউজ নেশন পরিচালিত জনমত জরিপ অনুসারে, মাত্র ২২ শতাংশ আমেরিকান চান যে বাইডেন ২০২৪ সালে আবার নির্বাচনে অংশগ্রহণ করুন। অন্যদিকে ৬১ শতাংশ বিরোধিতা করেন।
২২ থেকে ২৪ জুলাই পরিচালিত জরিপে উত্তরদাতাদের জিজ্ঞাসা করা হয়েছিল- বাইডেন নির্বাচনে না গেলে তারা ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কাকে পছন্দ করবেন।
এর পক্ষে কমলা হ্যারিস ১৬ শতাংশ ভোট পেয়েছেন। তার পরে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ১১ শতাংশ, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ৯ শতাংশ এবং পরিবহন সচিব পিট বুটিগিয়েগ ৮ শতাংশ ভোট পান।
এদিকে বেশিরভাগ আমেরিকান চান না যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জনমত জরিপ অনুযায়ী ৫৭ শতাংশ আমেরিকান তার বিরোধী এবং ৩৫ শতাংশ সমর্থনে রয়েছেন।
ট্রাম্প নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস ২৩ শতাংশ সমর্থন নিয়ে রিপাবলিকানদের নেতৃত্বে রয়েছেন। তারপরে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি সমর্থন রয়েছে ২১ শতাংশের।
অন্য রিপাবলিকান প্রার্থীরা অনেক পিছিয়ে। জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
গত ২৮ জুলাই বৃহস্পতিবার যখন বাণিজ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যায় যে মার্কিন অর্থনীতি ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ০.৯ শতাংশ বার্ষিক হারে হ্রাস পেয়েছে, তখন বাইডেন একটি বড় ধাক্কা খান।
ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টের সময় থেকে ডেমোক্র্যাটিক পার্টি হোয়াইট হাউসে থাকাকালে মন্দা শুরু হওয়ার পর কোনো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হননি।
জরিপ অনুযায়ী, ৪৮ শতাংশ আমেরিকান বলেছেন যে তারা এক বছরের আগের তুলনায় আর্থিকভাবে খারাপ আছেন। মাত্র ২০ শতাংশ বলেছেন যে তারা ভালো আছেন।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে বিশেষভাবে উদ্বেগ রয়েছে। এর মধ্যে ৬৬ শতাংশ আমেরিকান ‘খুব উদ্বিগ্ন’ এবং ২৮ শতাংশ ‘কিছুটা উদ্বিগ্ন’।
মার্কিন সুপ্রিম কোর্টের ‘রো বনাম ওয়েড’ গর্ভপাতের রায় বাতিল করার সাম্প্রতিক সিদ্ধান্ত আমেরিকানদের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে চাঙা করে তুলেছে।
পৃথক জরিপ অনুযায়ী, বাইডেন বা হ্যারিস ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান ফ্রন্টরানারকে পরাজিত করার পথে রয়েছেন। বাইডেন ট্রাম্পকে ৪৬ থেকে ৪৪ শতাংশ এবং ডিস্যান্টিসকে ৪৫ থেকে ৪১ শতাংশ ভোটে পরাজিত করবেন। হ্যারিসও ট্রাম্পকে ৪৬ শতাংশ থেকে ৪৪ শতাংশ এবং ডিস্যান্টিসকে ৪৩ শতাংশ থেকে ৪২ শতাংশে পরাজিত করবেন।
তবে দেশের জন্য বাইডেন সবচেয়ে ভালো যে কাজটি করতে পারেন তা হলো তিনি পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না – এমন ঘোষণা দিয়ে। আর সেটা করতে হবে এখনই, মধ্যবর্তী নির্বাচনের পরে নয়।