পারভিজ কাজী বলেন, ‘প্রথম যে সুযোগটার কথা আমি আজকে আলোচনায় আনতে চাই, চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আমরা জানি যে, ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট ২০১৭তে যখন আসে, তখন চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল এক হাজার ডলার পার চাইল্ড এবং তারপরে বেড়ে গিয়েছিল। দুই হাজার হয়েছিল। আরও বেড়ে পরবর্তীতে পঁচিশ শ এবং কিছু কিছু চাইল্ডের জন্য তিন হাজার পর্যন্ত করা হয়েছিল চাইল্ড ট্যাক্স ক্রেডিট।’
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের পাস করা বিগ, বিউটিফুল বিলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট না কমিয়ে সেটাকে দুই হাজারের ডলারের বেশি উন্নীত করা হয়েছে। এ বিষয়ে টিবিএন অ্যানালাইসিসের উপস্থাপক রানা আহমেদের একটি প্রশ্নের উত্তর দিয়েছেন আইআরএস এনলোলড এজেন্ট ও কাকাতুয়া ট্যাক্স সার্ভিসেসের সিইও পারভিজ কাজী।
তিনি বলেন, ‘প্রথম যে সুযোগটার কথা আমি আজকে আলোচনায় আনতে চাই, চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আমরা জানি যে, ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট ২০১৭তে যখন আসে, তখন চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল এক হাজার ডলার পার চাইল্ড এবং তারপরে বেড়ে গিয়েছিল। দুই হাজার হয়েছিল। আরও বেড়ে পরবর্তীতে পঁচিশ শ এবং কিছু কিছু চাইল্ডের জন্য তিন হাজার পর্যন্ত করা হয়েছিল চাইল্ড ট্যাক্স ক্রেডিট।
‘২০২৫-এ এটা কিন্তু এক হাজারে নেমে আসার কথা ছিল, কিন্তু বিগ, বিউটিফুল বিলের অধীনে এসে এটা কিন্তু এক হাজারে নেমে আসেনি। এটাকে আরও উন্নীত করে দুই হাজার ২০০তে আনা হয়েছে।’
পারভিজ কাজী আরও বলেন, ‘অতএব যে সকল পরিবারে ১৬ বছর পর্যন্ত বয়সের শিশুরা আছে অথবা চাইল্ড আছে, ওরা সকলেই কিন্তু বেনিফিটেড হবেন এ বিলের মাধ্যমে। যেখানে পার চাইল্ড উনাদের পাওয়ার কথা ছিল ওয়ান থাউজ্যান্ড ডলার, এখন তারা পাবেন দুই হাজার ২০০ ডলার এবং এটাকে ইনফ্লেশন অ্যাডজাস্টেড করা হয়েছে এবং সেই সাথে সিঙ্গেল ফাইলার যারা, তাদের জন্য টু হান্ড্রেড থাউজ্যান্ড ইনকামের পর এটা ফেইজ আউট করা হবে এবং ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলারদের জন্য ফোর হান্ড্রেড থাউজ্যান্ড ইনকাম, এটাকে ক্যাপ করে দেওয়া হয়েছে। এর ওপরে ইনকাম হলে এটাও গ্র্যাজুয়ালি ফেইজ আউট হয়ে যাবে। তো চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়ার সাথে আমরা সকলেই বেনিফিটেড হব।’