নিউইয়র্ক স্টেটের ২৩৭ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩৮

নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি সি হকুল আইনসভার অনুমোদনের জন্য ২৩৭ বিলিয়ন ব্যয়বরাদ্দ সম্বলিত বাজেট ঘোষণঅ করেছেন। আইনপ্রনেতারা নীতিগতভাবে গভর্নরের ঘোষিত বাজেট অনুমোদনে সম্মত হয়েছেন, যার মধ্যে ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার, মেডিকেইড তহবিল বৃদ্ধি, আবাসন ব্যবস্থা সম্প্রসারণ, শিক্ষা উন্নয়ন, অবৈধ গাঁজার দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
স্টেট গভর্নর ক্যাথি হকুল যে বাজেট প্রস্তাব করেছেন, তা নিয়ে গত ১ এপ্রিল অ্যালবেনিতে ডেমোক্রেট আইনপ্রনেতাদের মধ্যে বিতর্কের পর প্রস্তাবিত বাজেটে তাদের আনীত সংশোধনী গ্রহণ করে প্রয়োজনীয় পরিবর্তন আনার ব্যাপারে সকলে একমত হয়েছেন বলে নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে আবাসন সমস্যা নিয়ে স্টেটের আইনপ্রনেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছিল। কারণ গভর্নর হিসেবে গত বছর দায়িত্ব গ্রহণের পর হকুলের শীর্ষ অগ্রাধিকার ছিল আবাসন সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু গভর্নর ক্যাথি হোকুল আবাসন সমস্যা সমাধানে তার প্রতিশ্রুতি পূরণে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে না পারায় ডেমোক্রেটিক আইন প্রনেতাদের মধ্যেও ক্ষোভ ছিল।
এবার প্রস্তাবিত বাজেট নিয়ে বিতর্ক চলাকালে স্টেট জুড়ে বিরাজমান আবাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যাপক পরিকল্পনা পাস করানোর ব্যাপারেও মতৈক্য হয়েছে। বাফেলো থেকে নির্বাচিত মধ্যপন্থী ডেমোক্রেট গভর্নর ক্যাথি সি হকুলের জন্য আবাসন সমস্যা নিয়ে আইনপ্রনেতাদের সঙ্গে সমঝোতায় উপনীত হওয়া অনেকটা চ্যালেঞ্জের মতো ছিল, যা তিনি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। হকুলের আগে যারা গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন, আবাসন সমস্যা নিয়ে তারাও আইনপ্রনেতাদের ক্ষোভের মুখে পড়েছেন।
হকুল চেয়েছিলেন যে, তিনি নন-ফিসক্যাল নীতি, অর্থ্যাৎ যেসব ইস্যুতে অর্থ জড়িত নয়, সেসব সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আইনপ্রনেতাদের সন্তুষ্ট করতে পারবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। আইন প্রনেতারা একযোগে আবাসন সমস্যা সমাধানের জন্য গভর্নরের ওপর চাপ সৃষ্টি করে গভর্নরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, আবাসন সমস্যা স্টেটের অন্যতম প্রধান সমস্যা, যা নিরসন করা জরুরী। তা না হলে ক্রমবর্ধমান বাড়িভাড়া ও বাড়ির মূল্য বাড়তে বাড়তে এমন রাজনৈতিক সমস্যার সৃষ্টি করবে, যা ডেমোক্রেটদের পক্ষে সামাল দেয়া কঠিন হয়ে পড়বে।
ঘোষিত বাজেটের আরেকটি অগ্রাধিকার ছিল নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস কর্তৃক সিটির পাবলিক স্কুলগুলোর ওপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রদান। তবে আইন প্রনেতারা এই বিষয়টিকে বাজেট আলোচনা বাইরে রাখতে চেয়েছেন। তারা মনে করেন যে, এটির সঙ্গে বাজেটের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। আইনসভার পরবর্তী কোনো অধিবেশনে এ ইস্যুর ওপর আলোচনা করে সমাধানে আসা যেতে পারে।