নিউইয়র্কে এমটিএর বিনামূল্যের বাস পরিসেবা পাইলট প্রোগ্রাম চলতি বছরে শেষ হচ্ছে। প্রোগ্রামটি গতবছরের মাঝামাঝি থেকে প্রতিটি বরোতে একটি লাইনে বিনামূল্যে বাস পরিসেবা দিয়ে আসছিল। আইনপ্রণেতারা নতুন রাজ্য বাজেটে পাইলট প্রোগ্রামের পুনরায় অনুমোদন না দেওয়ায় এই প্রোগ্রাম বন্ধ করা হচ্ছে। যদিও ঠিক কবে বন্ধ করা হবে তা এখনও নির্ধারণ করেনি কর্তৃপক্ষ।
জানা যায়, যাত্রীরা কুইন্সের কিউ-৪, ব্রুকলিনে বি-৬০, ম্যানহাটনে এম-১১৬, স্টেটেন আইল্যান্ডের এস৪৬/৯৬ এবং ব্রঙ্কসে বিএক্স১৮এ/বিতে বিনামূল্যে এই সেবা পেয়ে আসছেন। ভাড়া-মুক্ত পাইলট প্রোগ্রামটি 'ফিক্স দ্য এমটিএ' আইনী প্যাকেজের অংশ। যা রাজ্য বাজেটের অন্তর্ভুক্ত ছিল।
কর্মকর্তারা জানান, তারা নিউইয়র্ক সিটির আশেপাশে ১৫ টি বাস লাইনে প্রোগ্রামটি প্রসারিত করতে চেয়েছিলেন। যার জন্য আনুমানিক ৪৫ মিলিয়ন ডলার খরচ ধরা হয়েছিল। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল যাত্রী সংখ্যা, গতি এবং পরিষেবার উপর বিনামূল্যে বাস পরিষেবার প্রভাব পরিমাপ করা। কিন্তু নতুন বাজেটে বরাদ্দ না থাকায় এই পরিকল্পনা বাতিল করতে হচ্ছে।
কুইন্স অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানি বলেন, নিউইয়র্কের প্রতি পাঁচজনের মধ্যে একজন আজ ভাড়া বহন করতে পারে না। এটি তাদের চাকরি, ইন্টারভিউ, মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার ক্ষমতার জন্য বাস্তব জীবনের পরিণতি রয়েছে।
প্রোগ্রাম চালু করার সময় নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার ফারা বলেছিলেন, এই বিনামূল্যের বাস পরিসেবাটি কেবল একটি একটি সমাজতান্ত্রিক স্বপ্ন নয়, এটি নিউইয়র্কের একটি বাস্তবতা।