নিউইয়র্কে লাইসেন্সবিহীন সিগারেটের দোকান বন্ধ হচ্ছে

ডেস্ক রিপোর্ট
  ১০ মে ২০২৪, ১২:৩২

নিউইয়র্ক শহরে অবৈধভাবে গড়ে উঠা সিগারেটের দোকান বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিটি মেয়র এরিক অ্যাডামস। 'অপারেশন প্যাডলক টু প্রোটেক্ট' নামের এই উদ্যোগ কয়েক সপ্তাহ ধরে চলবে। যার প্রধান উদ্দেশ্য শহরকে লাইসেন্সবিহীন সিগারেটের দোকান থেকে মুক্ত রাখা। প্রাথমিকভাবে শহরের পাঁচটি বরোকে সামনে রেখে অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম চলবে।
জানা যায়, অবৈধ এসব দোকান বন্ধ করার জন্য রাজ্যের সাথে পরামর্শ করে আনুষ্ঠানিকভাবে কিছু নিয়ম তৈরি করেছেন। এই নিয়ম অনুযায়ী নিউ ইয়র্ক সিটি শেরিফের অফিস, অন্যান্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা অবৈধ দোকানগুলিকে তালা লাগাতে পারবে। ইতোমধ্যে ৭ মে মঙ্গলবার থেকে তালা লাগানোর কার্যক্রম শুরুও করেছে কর্তৃপক্ষ।
মেয়র অ্যাডামস বলেন, আমাদের প্রশাসন লাইসেন্সবিহীন সিগারেট ও গাঁজার দোকান বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছে। আমাদের তরুণদের রক্ষা করা এবং নিউইয়র্ক সিটিতে বৈধ গাঁজার ভবিষ্যত উজ্জ্বল করার জন্যই এই উদ্যোগ।
তিনি আরও বলেন, নিউইয়র্ক সিটি এখন প্রতিটি বরো জুড়ে আইনের পূর্ণ শক্তি ব্যবহার করছে। যেসব সিগারেট ও গাঁজার দোকানের লাইসেন্স আছে, সেগুলো চলতে পারবে। কিন্তু যারা তাদের কাছে আইন ভঙ্গ করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
নিউইয়র্ক সিটি শেরিফ অ্যান্টনি মিরান্ডা বলেন, তিনি মঙ্গলবার ২০ টি পরোয়ানা কার্যকর করেছেন। এই কার্যক্রম চলমান থাকবে।