পেনসিলভানিয়ায় ২ জনকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
  ২৩ মে ২০২৪, ১১:৪৬
আপডেট  : ২৩ মে ২০২৪, ১৬:৪৩

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের চেস্টারে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডেলাওয়্যার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমার জানান, ডেলাওয়্যার কাউন্টির একটি লিনেন কোম্পানিতে গোলাগুলির ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সন্দেহভাজন হামলাকারী আগ্নেয়াস্ত্র নিয়ে কর্মস্থলে আসেন এবং সহকর্মীদের ওপর হামলা চালান।
স্থানীয় এই কর্মকর্তা আরও জানান, বন্দুকধারী গাড়িতে করে পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই তাকে একটি ট্রাফিক স্টপেজ থেকে গ্রেপ্তার করা হয়। বন্দুকধারীর নাম প্রকাশ করা হয়নি এবং তার উদ্দেশ্য জানা সম্ভব হয়নি।
চেস্টার পুলিশ কমিশনার স্টিভেন গ্রেটস্কি জানিয়েছেন, ট্রেইনার শহর থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সন্দেহভাজনের গাড়ির ভেতর থেকে একটি বন্দুক পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এটিই হামলায় ব্যবহৃত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুলিবিদ্ধদের মধ্যে একজন ওই কোম্পানির সুপারভাইজার বলে জানিয়েছেন চেস্টারের মেয়র। তবে নিহতদের মধ্যে ওই সুপারভাইজার ছিলেন কি না, তা জানা যায়নি।
চেস্টারের মেয়র স্টেফান রুটস বলেন, ‘সন্দেহভাজন হামলাকারী একজন অসন্তুষ্ট কর্মচারী, সে তার কর্মস্থলের একজন বর্তমান কর্মচারী। এই ঘটনা হৃদয়বিদারক, এটি দুঃখজনক, এটি বন্ধ করতে হবে।’
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে আমেরিকায় অন্তত ১৬৮টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।