ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম এসেছিলেন যুক্তরাষ্ট্রে। একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। তার ভক্ত-অনুরাগীদের গানের মাধ্যমে মন ছুঁয়ে গেলেন, ভরিয়ে দিয়ে গেলেন প্রাণ। তিনি যুক্তরাষ্ট্রে এর আগে একাধিক অনুষ্ঠানে এলেও এবার একটি অনুষ্ঠানের বিশেষ মহত্ত্ব ছিল, তা হলো তার একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে ছিল না কোনো বক্তৃতাপর্ব। ছিল না অ্যাওয়ার্র্ড প্রদান। মমতাজকে তার গানের জন্য জানানো হয়েছে সম্মাননা। মমতাজ-ভক্তরা অনুষ্ঠানে বক্তৃতা ছাড়া গান শুনতে পেরে খুশি। তারা এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য আয়োজক গ্যালাক্সি মিডিয়া ও এর কর্ণধার বদরুদ্দোজা সাগরকে ধন্যবাদ জানান।
গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে গত শুক্রবার ১৭ মে ফোকসম্রাজ্ঞী মমতাজের একক সংগীতানুষ্ঠান হয়। জ্যামাইকার আমাজুরা হলে এই অনুষ্ঠানে যেন বসেছিল ফোকসংগীতের মেলা।
মমতাজ বেগম অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে শ্রোতাদের বিমোহিত করেন। তার সঙ্গে কয়েকটি গান যৌথভাবে পরিবেশন করেন রানো নেওয়াজ ও অনিক রাজ।
রানো নেওয়াজের সংগীতের প্রতি অগাধ ভালোবাসা ও মমত্ববোধের কারণেই মমতাজকে নিয়ে এই বিশেষ আয়োজন করা হয়েছিল। এই আয়োজন সফল করার জন্য গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ সবাইকে ধন্যবাদ জানান। তিনি আমাজুরা হলের দর্শকদের কৌতুক শোনানোর মধ্য দিয়ে মমতাজের লাইভ কনসার্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে তার উদ্বোধনের মধ্য দিয়ে মমতাজের গানে তিনি নিয়ে যান ফোক-ভক্তদের। সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠান শুরু হয় আর শেষ হয় রাত ১১টা নাগাদ। মমতাজ এ ধরনের কনসার্টের আয়োজন করায় অনুষ্ঠানের আয়োজক ও এর সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল নাজমুল হুদা, শাহ নেওয়াজ, আলমগীর খান আলম, নুরুল আজিম, রানো নেওয়াজ, অনিক রাজসহ কমিউনিটির নেতৃবৃন্দ। সেই সঙ্গে অনুষ্ঠানের স্পন্সর কোম্পানির প্রধানরা উপস্থিত ছিলেন। প্রোগ্রামটি উপভোগ করতে দর্শকদের টিকিট নিয়ে প্রবেশ করতে হয়েছে। তার পরও অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
মমতাজ যুক্তরাষ্ট্রে থাকাকালীন নিউইয়র্কে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্টেটে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এরপর তিনি ১৯ মে বাংলাদেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন। তিনি ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন।