শোটাইম মিউজিকের উদ্যোগে প্রতিবছরই রিভারক্রুজের আয়োজন করা হয়। এবার ২৬ মে ওই রিভারক্রুজের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন। যারা রিভারক্রুজে যেতে চান, তারা টিকিট কিনে যেতে পারবেন। ২৬ মে রোববার ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে রিভারক্রুজ শুরু হয়ে ম্যানহাটনের দিকে ঘুরে এসে আবার ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতেই শেষ হবে। এই ভ্রমণ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। রিভারক্রুজে থাকবে দর্শনার্থীদের জন্য বিভিন্ন আয়োজন। স্কাইলাইন দেখার সুযোগের পাশাপাশি সন্ধ্যার এবং রাতের ম্যানহাটন দেখা যাবে। থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি ডিনারও থাকবে। সব মিলিয়ে একটি অনন্য আয়োজন। যারা ভ্রমণ করতে পছন্দ করেন, তাদের জন্য এটি একটি বাড়তি আয়োজন। যারা টিকিট কিনতে চান, তারা আলমগীর খান আলমের সঙ্গে যোগাযোগ করতে পারেন।