গোলটেবিল বৈঠকে ডোনাল্ড ট্রাম্প

আবারও প্রেসিডেন্ট হলে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ দমন করা হবে

ডেস্ক রিপোর্ট
  ২৮ মে ২০২৪, ১৪:৩৩

আবারো ক্ষমতায় গেলে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী শিক্ষার্থীদের উচিত শিক্ষা দেওয়ার ঘোষণা দিলেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে গত ১৪ মে ধনী দাতাদের এক গোলটেবিল বৈঠকে বিক্ষোভকে চলমান বিপ্লব বলে উল্লেখ করেছেন ট্রাম্প। ওই বৈঠকে অংশগ্রহণকারীরা সোমবার (২৭ মে) ট্রাম্পের ঘোষণার কথা জানান। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।
বৈঠকে দাতাদেরকে ট্রাম্প ‘আমার ৯৮ শতাংশ ইহুদি বন্ধু’ বলে উল্লেখ করেন।
দাতাদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, ‘আপনারা জানেন, যুক্তরাষ্ট্র অনেক বিদেশি শিক্ষার্থী। আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে, আমি তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেব।’
তবে তার বক্তব্যে এটা স্পষ্ট নয় যে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব শিক্ষার্থীকে দেশ থেকে বের করে দেবন, নাকি শুধু বিদেশি শিক্ষার্থীদের। বৈঠকে অংশগ্রহণকারী দাতাদের নাম প্রকাশ করেনি ওয়াশিংটন পোস্ট।
দাতাদের একজন বলেছিলেন, একদিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হবেন ক্যাম্পাসে বিক্ষোভকারী অনেক শিক্ষার্থী ও অধ্যাপক। সেই সময় ট্রাম্প বিক্ষোভকারীদের আন্দোলন ২৫ থেকে ৩০ বছর পিছিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। দাতাদের তিনি বলেন, ‘আপনারা আমাকে আবারো প্রেসিডেন্ট বানান, আমি সব ঠিক করে দেব।’
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ ছত্রভঙ্গ করায় নিউ ইয়র্ক পুলিশের প্রশংসা করেন ট্রাম্প। অন্য শহরগুলোরও নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন করে একটি শক্তিশালী অবস্থান নেওয়ার ট্রাম্পের সঙ্গে লবিং করেছে প্রধান রিপাবলিকান দাতারা।
আসন্ন মার্কিন প্রেসিডেন্টকে সামনে রেখে ইসরায়েল-হামাস যুদ্ধকে পুঁজি করে নোংরা রাজনীতি করছেন বলে অভিযোগ রয়েছে ট্রাম্প ও বাইডেনের বিরুদ্ধে।