যুক্তরাষ্ট্রে এবছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে অভিবাসনের বিষয়ে ভিন্ন সুরে কথা বললেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। অভিবাসীদের তীব্র বিরোধী হিসাবেই পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এবছর হতে চলা প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে অভিবাসনের বিষয়ে তার ভিন্ন সুরই দেখা গেল। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা বিদেশি শিক্ষার্থীদের ‘স্বয়ংক্রিয়ভাবে’ গ্রিন কার্ড দিতে চান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একদিন আগেই মার্কিন নাগরিকদের ৫ লাখ অবৈধ অভিবাসী স্পাউসকে (স্বামী বা স্ত্রী) বৈধতা দেওয়ার ঘোষণা দেওয়ার পর এবার ট্রাম্প পডকাস্টে এমন কথা বললেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কলেজ থেকে কেউ স্নাতক হলে দেশে থাকার জন্য তার গ্রিন কার্ড পাওয়া উচিত।
গত ২০ জুন ট্রাম্প অল-ইন পডকাস্ট সম্প্রচারে বলেন, “‘আমি যা করতে চাই এবং আমি যা করব তা হল, আপনি একটি কলেজ থেকে স্নাতক পাস করুন হোন। আমি মনে করি, আপনার ডিপ্লোমা অনুসারে দেশে থাকার জন্য স্বয়ংক্রিয়ভাবেই আপনার গ্রিন কার্ড পাওয়া উচিত।”
তাছাড়া, জুনিয়র কলেজ থেকেও কেউ দুই বা চার বছরের গ্র্যাজুয়েশন করতে পারলে কিংবা গ্র্যাজুয়েট হলে বা কোনও কলেজ থেকে ডক্টরেড ডিগ্রি নিলে তাদেরও দেশে থাকার জন্য গ্রিন কার্ড পাওয়া উচিত বলে ট্রাম্প উল্লেখ করেন।
পডকাস্টে সিলিকন ভ্যালি টেক বিনিয়োগকারী এবং আমেরিকার অ্যাঞ্জেল ইনভেস্টর ইন্টারনেট উদ্যোক্তা জেসন ক্যালাকানিস ট্রাম্পকে বলেন, যুক্তরাষ্ট্রের দরকার উচ্চ-দক্ষতা সম্পন্ন কর্মীদেরকে বৈধভাবে ধরে রাখা। দেশের প্রযুক্তি শিল্পের জন্য এটি বড় ব্যাপার। এরপর ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তিনি বিশ্বের সেরা এবং চৌকস শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আনতে সহায়তা করার প্রতিশ্রুতি দেবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড স্থায়ী আবাসন কার্ড নামেও পরিচিত। এর ফলে বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার এখতিয়ার পায়। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ারও একটি ধাপ এই গ্রিন কার্ড।
সূত্র : রয়টার্স/সিএনএন