ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তাকে তীব্র আক্রমণ করেছেন জো বাইডেন। ট্রাম্পের নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ নিয়ে বাইডেন ট্রাম্পকে ‘কটূক্তি’ করেন এবং দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল ৭টার দিকে সিএনএনের আটলান্টা স্টুডিওতে এই বিতর্ক শুরু হয়। চার বছর পর প্রথমবারের মতো মুখোমুখি এ বিতর্কে অংশ নেন বাইডেন ও ট্রাম্প।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন লড়বেন তার ডেমোক্রেটিক পার্টির হয়ে। আর রিপাবলিকান পার্টির হয়ে লড়বেন ট্রাম্প। তাদের মধ্যকার বিতর্কের আয়োজক সিএনএন ও এবিসি। সিএনএনের আটলান্টা স্টুডিওতে প্রায় দেড় ঘণ্টা ধরে দুজনের মধ্যে প্রথম বিতর্কটি হয়।
বিতর্কের একপর্যায়ে বাইডেন বিভিন্ন অপরাধের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে, সে প্রসঙ্গ উল্লেখ করেন।
প্রকাশ্যে এক নারীকে যৌন নিপীড়নের দায়ে ট্রাম্পকে যে আদালত জরিমানা করেছেন, সে কথা তোলেন বাইডেন।
ট্রাম্প বিস্তর অপরাধ করেছেন বলে বাইডেন অভিযোগ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্প রাতে এক পর্নো তারকার সঙ্গে যৌন সম্পর্ক করেন, অথচ তখন ঘরে তার স্ত্রী গর্ভবতী ছিলেন।
অবশ্য ট্রাম্প আগে থেকেই পর্নো তারকার সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন।