নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশি নাগরিক সমাজের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিচার ও হয়রানি বন্ধ করার আহ্বান জানাতেই থাকবেন যুক্তরাষ্ট্রের সিনেটররা। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ক্ষমতাসীন দল- ডেমোক্রেটিক পার্টির সিনেটর রিচার্ড জোসেফ ডারবিন বা ডিক ডারবিন যিনি মার্কিন সিনেটের আইনবিষয়ক কমিটির চেয়ারম্যান এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ।
আজ ৩ জুলাই (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (আগের টুইটার) ডিক ডারবিন লিখেছেন: নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের মতো বাংলাদেশি সুশীল সমাজের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিচার ও হয়রানি বন্ধ করার আহ্বান জানাতে থাকবো আমি এবং আমার সিনেটের সহকর্মীরা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপর (২২ জানুয়ারি) ড. ইউনূসকে ক্রমাগত হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের যে ১২জন সিনেটর তাদের মধ্যে অন্যতম ছিলেন সিনেটর ডিক ডারবিন। প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছিল, “নোবেল শান্তি পুরস্কারজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্রমাগত হেনস্তা এবং আরো বিস্তৃতভাবে আইন ও বিচার ব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে যেভাবে সরকারের সমালোচকদের টার্গেট করা হচ্ছে তা বন্ধ করার আহ্বান জানাতে আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছে এই চিঠি লেখা হচ্ছে।”
এছাড়া, গত মার্চ মাসে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে নিজ দপ্তরে এক বৈঠকে সিনেটর ডারবিন বেশ খোলাসা করেই বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের (দ্বিপক্ষীয়) বিদ্যমান সম্পর্কে ড. ইউনূস খুবই গুরুত্বপূর্ণ। তার বিরুদ্ধে বিচারিক হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে সিনেটর ডারবিন বলেন, তাকে বাংলাদেশে হয়রানি করা হলে এটি নিশ্চিতভাবেই দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।