শিকাগো সান-টাইমসের প্রতিবেদন

যুক্তরাষ্ট্রে ২৪৮তম স্বাধীনতা দিবস উদ্‌যাপনে সহিংসতায় নিহত ৩৩

ডেস্ক রিপোর্ট
  ০৭ জুলাই ২০২৪, ১১:৩৩
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস উদ্‌যাপনের দিন গোলাগুলি ও অন্যান্য সহিংসতায় দেশজুড়ে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক ৫ জুলাই দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ সংবাদ জানিয়েছে। শিকাগো সান-টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গত ৪ জুলাই থেকে ৫ জুলাই সকাল পর্যন্ত শুধু শিকাগোতেই বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জন। শিকাগোর মেয়র র্ব্র্যান্ডন জনসন বলেছেন, ‘সাম্প্রতিক সহিংসতাটি আমাদের শহরে শোকের ছায়া নামিয়ে দিয়েছে।’
স্থানীয় পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হান্টিংটন সমুদ্রসৈকতে আতশবাজি প্রদর্শনী শেষ হওয়ার পর হামলা করা হয়। এতে অন্তত দুজন নিহত হয়েছে। আরও তিনজন আহত হয়েছে। বোস্টনে ৫ জুলাই (শুক্রবার) স্থানীয় সময় রাত প্রায় দেড়টার দিকে তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে।
দেশটিতে গত বছর স্বাধীনতা দিবসের দিন বেশ কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটেছিল। যাতে এক ডজনেরও বেশি মানুষ নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছিল। সূত্র : এবিসি নিউজ, সিনহুয়া