কমলা হ্যারিস অযোগ্য

নির্বাচনি সমাবেশে অভিযোগ ট্রাম্পের
ডেস্ক রিপোর্ট
  ১১ জুলাই ২০২৪, ১২:২১

যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি কমলা হ্যারিসকে অযোগ্য বলে উল্লেখ করেছেন। অযোগ্যতার কারণে অনেক ডেমোক্র্যাটও বাইডেনের স্থলে হ্যারিসকে আনতে নারাজ বলেও জানান ট্রাম্প। এদিকে প্রথম বারের মতো প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এক ডেমোক্র্যাট সিনেটর। বাইডেন এই নির্বাচনে হারবেন বলেও তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার মিয়ামিতে এক নির্বাচনি সমাবেশে অভিযোগ করেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও অন্য ডেমোক্র্যাটদের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের মানসিক অযোগ্যতার বিষয়টি প্রমাণ করতে চেষ্টা করছেন। অথচ বাইডেন বলছেন, আগামী নির্বাচনে লড়াই করা এবং সরকার পরিচালনা করার যোগ্যতা তার আছে। সমাবেশে ট্রাম্প তার রানিংমেট নিয়ে কোনো কথা বলেননি। এদিকে ট্রাম্প বাইডেনকে উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই বিতর্কে কোনো উপস্থাপক থাকবে না।
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে জো বাইডেনের চাপ আরও বাড়ছে। অন্তত তিন জন ডেমোক্র্যাট বাইডেন নির্বাচনে হারবেন বলে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন। তাদের মধ্যে কলোরাডো সিনেটর মাইকেল বেনেট এবার প্রকাশ্যে বাইডেনের সমালোচনা করেছেন এবং তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বেনেট সিএনএনকে বলেন, ‘এটা সত্যি যে, ট্রাম্পই ট্র্যাকে আছেন। তিনি বড় ধরনে জয় পাবেন।’ সিনেট এবং প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও ট্রাম্প নিয়ে নেবেন বলেও আশঙ্কা করেন সিনেটর বেনেট। তিনি বলেন, ‘এটা ভোট বা রাজনীতির বিষয় নয়, এটা দেশের ভবিষ্যতের বিষয়।’ বেনেট আরও বলেন, ‘ট্রাম্পের সঙ্গে বিতর্কে পরাজিত হওয়ার পর হোয়াইট হাউজও এমন কোনো কিছু করেনি, যাতে বোঝা যায় যে নির্বাচনে জয়ের কোনো পরিকল্পনা তাদের আছে।’—সিএনএন ও রয়টার্স