ইউক্রেনে রুশ বাহিনীর ‘বিশেষ অভিযানের’ প্রায় এক মাস হতে চলেছে। ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। দুপক্ষ কয়েক দফায় শান্তি আলোচনার পরও আসেনি কোনো ফলপ্রসু সমাধান। এই শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রের ওপর দোষ চাপিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লাভরভ অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র কিয়েভকে রাশিয়ার দাবি মেনে নিতে বাধা দিচ্ছে বলে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে জানিয়েছে।
লাভরভ বলেন, এটা ক্রমাগত মনে হচ্ছে যে ইউক্রেনীয় প্রতিনিধিদলের হাত ধরে রাখা হয়েছে, সম্ভবত মার্কিনিরা তাদের এমন দাবিতে রাজি হতে দিচ্ছে না যা আমি মনে করি একেবারে ন্যূনতম দাবি।
তবে এই দাবির সপক্ষে লাভরভ কোনো প্রমাণ হাজির করতে পারেননি। এমনকি ইউক্রেন কিংবা রাশিয়াও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে, সর্বশেষ ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি অর্থপূর্ণ শান্তি আলোচনার আহ্বান জানিয়ে বলেছেন, এখন সাক্ষাতের সময়, এখন আলোচনার সময়।
এর মাধ্যমে জেলেনস্কি সরাসরি পুতিনের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।