নির্বাচনে জালিয়াতি হলে জড়িতদের জবাবদিহি করতে হবে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
  ২৭ অক্টোবর ২০২৪, ১৩:০৯

এবারের নির্বাচনে জালিয়াতি হলে জনগণকে এর জবাবদিহি করতে হবে এমনটাই হুমকি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, গত নির্বাচনে তিনিই জয়ী হয়েছেন কিন্তু তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আর যারা এ কাজ করেছেন তাদের আইনের আওতায় এনে বিচারের পাশাপাশি দীর্ঘ মেয়াদি কারাদণ্ড দেয়া হবে। এদিকে শুক্রবার এক জনসভায় কামালা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প বলেন, “অন্য স্টেইটে জয়ের সম্ভাবনা না থাকায় টেক্সাসের মত ‘লোন স্টার স্টেইটে’ বেশি সময় ব্যয় করছেন হ্যারিস।”
এদিকে তথ্য সংগ্রহের জন্য এবার ডনাল্ড ট্রাম্প ও তার রানিং মেইট জে ডি ভ্যান্সের মোবাইল ফোন হ্যাক করার চেষ্টা করেছে চায়নার সরকারের সঙ্গে জড়িত হ্যাকার গ্রুপ। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও ভ্যান্সের মোবাইলে থাকা ডেটা ও বার্তাগুলোকে মূল টার্গেট করে হ্যাকাররা।
প্রতিবেদনে বলা হয়, কি ধরণের বার্তা বা তথ্য চুরি হয়েছে তা নির্ধারণে কাজ শুরু করেছে তদন্ত কর্মকর্তারা। এনিয়ে এফবিআই এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিসা এক যৌথ বিবৃতিতে বলেছে, চায়না সরকারের সঙ্গে যুক্ত অননুমোদিত অ্যাক্সেসের তদন্ত করা হচ্ছে।
এর আগে চলতি বছরের গ্রীস্মে ট্রাম্প ও বাইডেনের ক্যাম্পেইন টিমে সাইবার হামলা করেছিল ইরান।