হাসিনা বলতেন ‘শেখের বেটি পালায় না, ঠিকই পালিয়ে গেছেন’

রফিকুল ইসলাম খান
ডেস্ক রিপোর্ট
  ০১ নভেম্বর ২০২৪, ২২:৫৮

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, সাড়ে ১৫ বছরে ফ্যাসিবাদের জুলুম-নির্যাতনের শিকার হয়েছে সবচেয়ে বেশি জামায়াত-শিবির। দুনিয়ার ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। একটি দলের নম্বর ওয়ান থেকে শীর্ষ স্থানীয় ১১ জন নেতাকে হয় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, না হয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ১৮ বছরে ছাত্রশিবিরের অনেক নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, হাত-পা কেটে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জেই ১৪ জন নেতাকর্মীকে তারা হত্যা করেছে। কিন্তু জামায়াত-শিবিরের কোনো নেতা দেশ থেকে পালায়নি। অথচ শেখ হাসিনা বলতেন, আমি পালাই না, শেখের বেটি পালায় না। কিন্তু ঠিকই পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রফিকুল ইসলাম।
২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, সেসব খুনিদের ট্রাইব্যুনালের বিচারের আওতায় এনে শাস্তি কার্যকরের দাবি জানিয়ে জামায়াত নেতা রফিকুল ইসলাম বলেন, ‘জামায়াত ক্ষমতায় এলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে একজন সুন্দরী রমণী একা চলবে, কোনো দুর্বৃত্ত তাকে নিপীড়ন করতে পারবে না। নারীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, ব্যাংক আলাদা থাকবে। নারীরা তাদের আব্রু নিয়ে রাস্তায় চলবে, চাকরি করবে, ব্যবসা করবে।’
হিন্দু সম্প্রদায়কে উদ্দ্যে করে তিনি বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। নাগরিক হিসেবে সবাই সমান। একজন মুসলমান যে অধিকার পাবেন, একজন অমুসলিমও সেই অধিকার পাবেন।’
সিরাজগঞ্জ শহর জামায়াতের আমির আব্দুল লতিফের সভাপতিত্বে ও মাওলানা মোস্তফা মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা শাখার আমির অধ্যক্ষ শাহীনুর আলম।
এসময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, আব্দুস ছালাম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলার প্রচার শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি সাইদুল ইসলাম খান, বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমির আরিফুল ইসলাম সোহেল, জেলা ছাত্রশিবির সভাপতি উদ্দিন।