বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। জামায়াত, গণ অধিকার পরিষদসহ আরও বিভিন্ন রাজনৈতিক দল আছে। কিন্তু কোনো দলই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বরং রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে টোপ ও সুবিধা দিয়ে বিভক্ত করে রেখেছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
নুরুল হক নুর বলেন, ‘আমরা যখন ২০২২ সালের ৩০ ডিসেম্বর থেকে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে একদফা দাবি আদায়ে আন্দোলন করেছিলাম, তখন অনেকেই রাজপথে আসেননি। গোপনে গোপনে কেউ ডিজিএফআই থেকে টাকা খেয়ে, শেখ হাসিনার সঙ্গে সমাঝোতা করে এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার চেষ্টা করেন। কাজেই ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া নতুন স্বাধীন বাংলাদেশে পরিবর্তন ঘটাতে গণ অধিকার পরিষদ পুরোদমে কাজ করে যাবে।’
‘খেলা হবে ঘোষণা দিয়ে খেলোয়াড়রা পালিয়ে গেছেন’ উল্লেখ করে নুর বলেন, ‘তারা খেলা হবে বলে হুঙ্কার দিয়েছিলেন। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়ে গেছেন।’
গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ হোসেন ভূঁইয়াসহ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।